Chaos at Church: এখানে জোর করে ধর্ম বদলানো হচ্ছে? বড়দিনের আগে চার্চে ঢুকে প্রশ্ন করল ‘ওরা’, শোরগোল যোগীরাজ্যে

বড়দিনের আগে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে দেওরিয়া সিটি মাসিহি চার্চে সাময়িক উত্তেজনা ছড়ায়। সূত্রের খবর, চার্চের মধ্য়ে কয়েকজন ঢুকে পড়েছিল। এরপর তারা অভিযোগ তোলে গরিব মানুষকে টোপ দিয়ে জোর করে খ্রীষ্টান ধর্মের পথে আনা হচ্ছে। তবে উত্তেজনার খবর পেয়েই পুলিশ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে চলে যায়। তারা গোটা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার সঙ্গে কারা যুক্ত তা পুলিশ খতিয়ে দেখছে। তবে বড়দিনের আগে এই ঘটনার জেরে স্বাভাবিকভাবে শোরগোল পড়ে গিয়েছে। সাময়িক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, সার্কেল অফিসার দেওরিয়া সদর শ্রেয়াস ত্রিপাঠি জানিয়েছেন, পুলিশ গোটা বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছে। তবে জোর করে ধর্মান্তকরণের কোনও তথ্য মেলেনি। ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে।

চার্চের পাদ্রি ফাদার রুদ্রের অভিযোগ, প্রায় শখানেক যুবক ঢুকে পড়েছিলেন। তারা চার্চ চত্বরে ঢুকে ভিডিয়ো করছিলেন। এমনকী সেই সময় সেখানে যারা উপস্থিত ছিল তাদের নানাভাবে হুমকি দিচ্ছিল।

তবে সার্কেল অফিসার জানিয়েছেন, কয়েকজন যুবকের কাছ থেকে একটি ভিডিয়ো পাওয়া গিয়েছে। তারা ওই ঝামেলার মধ্য়ে ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় কোনও মামলা দায়ের করা হয়নি বলেই খবর। তবে বড়দিনের আগে এই ঘটনার জেরে বেশ চাঞ্চল্য ছড়ায়।

বড়দিন উপলক্ষ্য়ে গোটা দেশজুড়ে বিভিন্ন চার্চে আলো দিয়ে সাজানো হয়েছে।বহু মানুষ যাবেন প্রার্থনার জন্য। তার মধ্য়ে এই ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।