Chinese Doctor Punches: অপারেশনের মাঝে ৮২ এর বৃদ্ধা রোগীকে ঘুষি চিকিৎসকের! ক্লিপ ঘিরে তোলপাড়, শুরু তদন্ত

চিনে নতুন করে শুরু হয়েছে এক ঘটনাকে ঘিরে তদন্ত। ঘটনা কোভিডকালের আগে। ২০১৯ সালের। সেই ঘটনায় দেখা গিয়েছে, এক ৮২ বছর বয়সী রোগীকে অপারেশনের সময়, তাঁর মাথায় চিকিৎসক ৩ বার ঘুষি মারেন। ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু হয় হইচই।

চিনের স্থানীয় সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো ঘুরপাক খেতে থাকে। তবে আসল ঘটনাটি ঘটেছে গত ২০১৯ সালের ডিসেম্বর মাসে। এই ঘটনার ভিডিয়ো সদ্য এই সপ্তাহে ভাইরাল হয়েছে। ঘটনার সিসিটিভি ভিডিয়ো সদ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন আই ফেন নামের এক চিকিৎসক। তিনি ওই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় আনার পরই তা নিয়ে হইচই শুরু হয় চিনে। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, অপারেশনের সময় ওই রোগীকে তিনবার ঘুষি মেরেছেন চিকিৎসক। ৮২ বছরের বৃদ্ধা রোগীর কপালে পরে ক্ষতর দাগও দেখা যায়। কিন্তু অপারেশনের সময় কেন তাঁকে ঘুষি মারা হয়েছে, তা নিয়ে রয়েছে প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজতেই চলছে তদন্ত। তবে তদন্ত ঘিরে তোলপাড় শুরু হয়েছে। কেন এই ঘটনা ২০১৯ সালে ঘটনার সময় কেন কোনও অভিযোগ আসেনি, বা এসেছিল কিনা, তা নিয়ে রয়েছে প্রশ্ন। সেই সময়ই কেন এই নিয়ে কোনও প্রশ্ন করা হয়নি এই নিয়েও চাঞ্চল্য রয়েছে। এই নিয়ে যে ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে, তা নিয়ে আপাতত চলছে আলোচনা। জানা গিয়েছে, অপারেশন থিয়েটারে যে ঘটনা ঘটেছে, তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। ওই রোগীর চোখে হচ্ছিল অপারেশন। তখনই ঘটে যায় এই কাণ্ড। জানা গিয়েছে, চিনের এয়ার চায়না হাসপাতালে ওই চিকিৎসক ওই কাণ্ডটি ঘটান। তাঁকে হাসপাতাল থেকে ছাঁটাই করা হয়েছে বলেও জানা গিয়েছে। এই কথা জানিয়েছে বিবিসির রিপোর্ট।

(Viral Video: ঘোড়ায় চড়ে চুরি করতে এল ২ জন! মন্দিরের প্রণামী বাক্স হাতানোর চেষ্টা করতেই যা ঘটল, ভিডিয়ো ভাইরাল )

এয়ার চায়নার আওতায় চিনে একাধিক হাসপাতাল রয়েছে। সেই একাধিক হাসপাতালের মধ্যে একটি হাসপাতালে ওই ঘটনা ঘটেছিল। দক্ষিণ পশ্চিম চিনের গুইগাং এলাকার ওই এয়ার চায়না হাসপাতালে এই চোখের অপারেশন হয়। এদিকে, ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে, ওই রোগীকে অজ্ঞান করার সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ওই রোগীর মাথায় আঘাতের ফলে চোটের ক্ষত তৈরি হয়। তবে ওই অপারেশনের পর রোগীর সন্তান জানান, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ৫০০ ইউয়ান ক্ষতিপূরণ দিয়েছে। তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের কাছে ক্ষমাও চেয়েছে। জানা গিয়েছে, ওই রোগী তাঁর বাঁ চোখে এখন আর দেখতে পাননা। তবে সেটা ওই আঘাত থেকে ঘটেছে কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন। তার সদুত্তর মেলেনি।