Jadavpur University Convocation: সহ-উপাচার্যের পৌরহিত্যে যাদবপুরে সমাবর্তন, ‘অতিথি’ রইলেন বুদ্ধদেব

আচার্যের অনুমতি ছাড়াই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হল বার্ষিক সমাবর্তন। অনুষ্ঠান শুরুর আগে রবিবার সকালে বিশেষ বৈঠক বসে কোর্ট।  সে বৈঠকের পরই শুরু হল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন করানোর জন্য বিশেষ বুদ্ধদেব সাউকে বিশেষ ক্ষমতা দিয়েছিল রাজ্য শিক্ষা দফতর। সেই অনুমতি বলেই তিনি অনুষ্ঠান মঞ্চে হাজির থাকেন। কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার শংসাপত্র অনুষ্ঠান প্রদানের পৌরহিত্য করেন রেজিষ্ট্রার স্নেহমঞ্জু বসু। সহ-উপাচার্য অমিতাভ দত্ত পড়ুয়াদের হাতে তুলে দেন।

তবে শংসাপত্র নিয়ে সংশয় থেকেই গেল। কারণ তাতে সই রয়েছে বুদ্ধদেব সাউয়ের। তাঁকে শনিবারই অপসারণ করা হয়েছে। সূত্রে খবর, এই পরিস্থিতিতে শংসাপত্র দেওয়া হলেও পরে তা বদল করতে পারে বিশ্ববিদ্যালয়। 

যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বা জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় সংবাদমাধ্যকে জানিয়েছেন, উপাচার্যের পদ নিয়ে যেহেতু জটিলতা তৈরি হয়েছে, এই পরিস্থিতে সহ-উপাচার্যকে সামনে রেখেই ডিগ্রি প্রদান হচ্ছে। ছাত্র-ছাত্রীদের ডিগ্রি প্রদান যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয় সেটা দেখা হবে। যদি পরবর্তী কালে কোনও আইনি জটিলতা তৈরি হয় সেক্ষেত্রে শংসাপত্র বিশ্ববিদ্যালয়ের তরফে পরিবর্তন করে দেওয়া হবে।

শনিবার রাজভবনের পক্ষ থেকে অন্তবর্তীকালীন উপাচার্যের পদ থেকে বুদ্ধদেবকে সরানো হয়।  এই পরিস্থিতিতে আরও জটিল হয় সমাবর্তনের বিষয়টি। সমাবর্তন যাতে হয়, তার জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি করে রাজ্য শিক্ষা দফতর। সুপ্রিম কোর্টের নির্দেশ দেখিয়ে শিক্ষা দফতর বলে, রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য একক ভাবে কোনও সিদ্ধান্ত নিতে পারেন না। 

এসবের মধ্যেই রবিবার সকালে বিশেষ বৈঠক করে কোর্ট। সিদ্ধান্ত হয় সহ-উপাচার্যকে সামনে রেখেই হবে সমাবর্তন হবে। 

এ দিকে রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গড়ে হবে। পড়ুয়াদের থেকে যে সমাবর্তনের জন্য যে টাকা নেওয়া হয়েছে, তা উপাচার্য এবং অন্য দায়িত্বপ্রাপ্তদের বেতন থেকে কেটে নেওয়া হবে। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, ২৪ ডিসেম্বর সমাবর্তনের জন্য আচার্যের অনুমতির প্রয়োজন হয় না। তবে ওই দিন ছাড়া অন্য কোনও দিনে সমাবর্তন করতে গেলে প্রয়োজন হয় আচার্যের অনুমতি। তবে ইউজিসির তরফে কোনও প্রতিনিধি এদিন হাজির হননি।