TET 2023: প্রাথমিক টেটের প্রশ্নও ফাঁস হয়ে গেল? উদ্বেগে পরীক্ষার্থীরা, এত পরিশ্রম পুরো জলে?

রবিবার ছিল টেট পরীক্ষা। কিন্তু এবারের পরীক্ষাও পুরোপুরি অভিযোগমুক্ত হতে পারল না। বাংলার একাধিক জায়গায় অভিযোগ উঠল টেট পরীক্ষা শেষ হওয়ার আগে ওই পরীক্ষার প্রশ্নপত্র ঘুরেছে সোস্য়াল মিডিয়ায়। পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। 

জলপাইগুড়িতে পরীক্ষা শেষ হওয়ার এক ঘণ্টা আগে থেকেই সোশ্য়াল মিডিয়ায় টেটের প্রশ্নপত্র ঘুরতে থাকে বলে পরীক্ষার্থীদের দাবি। এরপরই এনিয়ে শোরগোল পড়ে যায়। পরীক্ষার হলে তখন টেট পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা। তার মধ্য়ে কীভাবে প্রশ্নপত্র বাইরে চলে এল তা নিয়ে প্রশ্ন ওঠে। 

এদিকে দুপুর আড়াইটে নাগাদ পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে পরীক্ষার্থীরা সোশ্য়াল মিডিয়ায় ঘুরতে থাকা সেই প্রশ্নপত্রগুলিকে মিলিয়ে দেখেন। এরপরই তাঁরা দাবি করেন, আসলে প্রশ্নের সঙ্গে এই প্রশ্নের পুরো মিল রয়েছে। এরপরই হইচই পড়ে যায় পরীক্ষার হলের বাইরে।

জলপাইগুড়ির এক পরীক্ষার্থী বলেন, এতবছর ধরে পরিশ্রম করে কী হল। এখন জানতে পারছি প্রশ্নপত্র আগেই ফাঁস হয়ে গিয়েছে। তাহলে এত টাকা দিয়ে পড়ে কী হল! পুরো পরিশ্রমটাই নষ্ট হল।

তবে বোর্ডের তরফে জানানো হয়েছে,  ফুল প্রুফ দিয়ে কাজ করার চেষ্টা করেছি। আমরা দেখিনি কিছু ফাঁস হয়েছে কি না। তদন্ত করা হবে প্রয়োজনে। জলপাইগুড়ির জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান লক্ষমোহন রায় বলেন,  আমাদের কাছে কোনও খবর  নেই। প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কোনও খবর নেই। কোনও অভিযোগ আসেনি। 

তৃণমূল জমানায় টেট নিয়ে বার বার মুখ পুড়েছে সরকার। প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য বর্তমানে জেলে রয়েছেন। টেট নিয়ে ভুরি ভুরি অভিযোগ। তার মধ্য়েই রবিবার ছিল টেট পরীক্ষা। সেই পরীক্ষাকে ত্রুটিমুক্ত করার জন্য় চেষ্টার কোনও কসুর হয়নি। তার মধ্য়েই বিপত্তি। পরীক্ষা চলাকালীন বাইরে চলে এল প্রশ্নের কপি। ফোনে ফোনে ছড়িয়ে পড়ল প্রশ্নের প্রতিলিপি। পরীক্ষার্থীদের একাংশের দাবি, মূল প্রশ্নের সঙ্গে এই প্রতিলিপির মিল রয়েছে। ফাঁস হয়েছে প্রশ্নপত্র।