এমপি মমতাজের সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ

মানিকগঞ্জের হরিরামপুরে নৌকা প্রতীকের প্রার্থী এমপি মমতাজ বেগমের সমর্থকদের বিরুদ্ধে দুই দফা হামলার অভিযোগ উঠেছে। হামলায় ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমদ টুলুর ছয় সমর্থক আহত হয়েছেন। রবিবার (২৪ ডিসেম্বর) বিকাল ও সন্ধ্যায় উপজেলা চত্বরে এসব হামলার ঘটনা ঘটে।

হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্বতন্ত্র প্রার্থীর একাধিক সমর্থক সূত্রে জানা গেছে, রবিবার বিকাল ৪টার দিকে হরিরামপুর উপজেলা পরিষদ চত্বরে বসে নির্বাচনি আলোচনা করছিলেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর সমর্থক হৃদয় আহমেদ ,অভি সুত্রধর ও মিঠুন সরকার। সে সময় নৌকা প্রতীকের প্রার্থী এমপি মমতাজের সমর্থক জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া্ বিষয়ক সম্পাদক আবিদ হাসান বিপ্লব, হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর রহমানের নেতৃত্বে দলীয় কর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তিন জনই আহত হয়। তাদের মধ্যে হৃদয় রক্তাক্ত জখম হলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর সন্ধ্যার পর একই এলাকায় মমতাজের সমর্থকদের একটি মিছিল উপজেলা চত্বরে এসে শেষ হলে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর সমর্থকদের ওপর দ্বিতীয় দফার হামলার ঘটনায় ঘটায়। এ সময় আরও তিন জন আহত হয়।

তবে এসব হামলার ঘটনা অস্বীকার করেছেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া্ বিষয়ক সম্পাদক আবিদ হাসান বিপ্লব। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের ছেলে তাকে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচন না করতে হুমকি দেন। এ ব্যাপারে তিনি সহকারী রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

এদিকে, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেছেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর মমতাজ বেগম এমপির সমর্থকদের হামলার ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্-নুর-এ আলম আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হামলার নেপথ্যে কী কারণ তা জানাতে পারেননি।