কামিন্সের ক্রিকেট ক্যারিয়ারের ‘হাইলাইট’ ২০২৩

সেক্সটিং কেলেঙ্কারিতে টিম পেইন অধ্যায় শেষ হওয়ার পর ২০২১ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্ব পান প্যাট কামিন্স। দুই বছর পর যার নামের পাশে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। দুটো অর্জনই ২০২৩ সালে। ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজের ট্রফিও ধরে রাখেন। এই বছরে ঝড়ঝাপ্টাও কম যায়নি তার জীবনে। মাকে হারিয়েছেন, অ্যাশেজ চলাকালে কব্জির গুরুতর চোট পান এবং অধিনায়কত্ব ছিল প্রশ্নবিদ্ধ। সব মিলিয়ে ২০২৩ কে পুরো ক্রিকেট ক্যারিয়ারের ‘হাইলাইট’ মনে করছেন এই পেসার।

মার্চে ইন্দোর টেস্টে ভারতকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া। তারপর দ্য ওভালে একই দলকে ২০৯ রানে হারিয়ে প্রথমবার টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন হয় তারা। এরপর অ্যাশেজের শ্রেষ্ঠত্ব ধরে রেখে ওয়ানডে বিশ্বকাপেও সর্বোচ্চ সাফল্য পেয়েছে কামিন্সের অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ান প্রকাশনা দ্য এজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে কামিন্স বললেন, তার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে সন্তুষ্টির বছর ২০২৩। তিনি বলেন, ‘এটা এমন একটি বছর, যেটাকে সম্ভবত আমার ক্রিকেটারের হাইলাইট হিসেবে মনে রাখবো। সত্যিই খুব ব্যস্ত একটা বছর কেটেছে, কিন্তু ক্রিকেটীয় বিবেচনায় ব্যক্তিগতভাবে আমার জন্য সবচেয়ে আনন্দের।’

সতীর্থদেরও অনেক ব্যস্ত সময় কেটেছে মনে করেন ৩০ বছর বয়সী অধিনায়ক। তাই এবারের ক্রিসমাস দেশে পরিবারের সঙ্গে উদযাপন করতে পেরে খুশি তিনি, ‘এই বছর অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, ছেলেদের অনেকে তাদের পরিবার থেকে দীর্ঘ সময় দূরে ছিল। তাই এই বছর একসঙ্গে উদযাপন করতে পেরে অনেক খুশি লাগছে।’