মেয়েদের চোখের জলের গন্ধে নাকি আছে জাদু! নাকে গেলেই পুরুষদের কী হয়, বলল গবেষণা

মেয়েদের চোখের জলের গন্ধই ঠিক করে দিতে পারে অনেককিছু। কথাটায় অনেকেই বিশ্বাস না-ই করতে পারেন। কিন্তু সম্প্রতি একটি গবেষণাতেও সেই প্রমাণ পাওয়া গিয়েছে। কী সেই প্রমাণ? প্লস বায়োলজি পত্রিকায় একদল গবেষকের একটি গবেষণাপত্র প্রকাশিত হয়। ইজরায়েলের ওয়াইজমান ইন্সটিটিউট অব সায়েন্সের (Weizmann Institute of Science) গবেষক শানি অ্যাগ্রনের এই গবেষণা মেয়েদের চোখের জল নিয়ে। মেয়েদের চোখের জল কি পুরুষদের রাগ কমিয়ে দিতে পারে? এই ছিল গবেষণার বিষয়বস্তু। এর সপক্ষেই অবশেষে প্রমাণ মিলল গবেষণায়। দেখা গেল, চোখের জল সত্যিই পুরুষের ‘মাথা গরম’ কমিয়ে দিতে পারে (male aggregation reduce by sniffing female tears)। অনেক ক্ষেত্রেই তাদের নম্র করে দিতে পারে চোখের জল।

(আরও পড়ুন: পেট কাঁপানো পিলই এবার ওজন ঝরাবে তরতরিয়ে! ‘দারুণ’ ওষুধ তৈরি করলেন বিজ্ঞানীরা)

চোখের জলের গন্ধে বড় জাদু

চোখের জল তো বোঝা গেল। কিন্তু সেটা দেখলে মাথা গরম কমছে কি না বলা মুশকিল। কারণ পরীক্ষার বিষয়বস্তু অন্য। পরীক্ষা চলাকালীন চোখের জলের গন্ধ শুঁকতে হয়েছে পুরুষদের। সেই গন্ধ শুঁকেই নাকি অনেকের রাগ পড়ে গিয়েছে। নিমেষে রাগ কমে গিয়েছে তাদের। প্রাথমিকভাবে এই পরীক্ষা করা হয় ইঁদুরের বিশেষ প্রজাতি রোডেন্টের উপর। তাতে দেখা যায়, মেয়ে ইঁদুরের চোখের জলের গন্ধ শুঁকেই রাগ কমে যাচ্ছে পুরুষ ইঁদুরের। বিজ্ঞানীদের কথায়, প্রাণীদের মধ্যে এটা অহরহ হয়ে থাকে। তবে মানুষদের মধ্য়ে এটি ততটা বোঝা যায় না। সেটি বুঝতেই পরীক্ষা করা হয়েছিল।

(আরও পড়ুন: Viral brain teaser: উরিব্বাস কী কঠিন! দেখুন তো এই ৫ ধাঁধার উত্তর খুঁজে পান কি না আপনি)

বড় পরীক্ষা দিলেন পুরুষরা

পরীক্ষানিরীক্ষার সময় একটি বিশেষ পরিস্থিতি তৈরি করা হয়। তাতে পুরুষদের ঠকানো হয়। এর ফলে স্বাভাবিকভাবে তাঁরা রেগে যান (male aggregation)। এই রাগের পর মুহূর্তেই নানা ভাবে রাগ দেখাতে থাকেন তারা। এর মধ্যে একদলকে স্যালাইনের গন্ধ শোঁকানো হয়। আরেকদলকে শোঁকানো হয় মেয়েদের চোখের জলের গন্ধ। আদতে দুটোরই কোনও গন্ধ নেই। কিন্তু নাকের সামনে নিয়ে শোঁকার ভঙ্গি করতে হয়। এর পরই দেখা গিয়েছে ৪০ শতাংশ পুরুষে রাগ পড়ে গিয়েছে একেবারেই!

কেন রাগ পড়ে যায়

গবেষকদের কথায়, মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স ও অ্যান্টিরিয়র ইনসুলা রাগের সময় প্রচণ্ড সক্রিয় থাকে। এমআরআই স্ক্যান করে দেখা গিয়েছে, চোখের জলের গন্ধে এই দুটি অংশই নিস্ক্রিয় হয়ে পড়ে। ফলে পুরুষদের রাগ ৪০ শতাংশের বেশি পড়ে যায়!