Mython Restriction: বড়দিনের ছুটিতে মাইথন যাচ্ছেন? সুরক্ষায় জারি হল একাধিক নিষেধাজ্ঞা

অনেকেই শীতের দিনে মাইথন জলাধারে ঘুরতে যান। যাদের হাতে সময় কম আবার কাছেপিঠে বেড়াতে যাওয়ার ষোল আনা ইচ্ছে তাদের জন্য় আদর্শ জায়গা হল মাইথন। কিন্তু ২৫ ডিসেম্বর থেকে জানুয়ারির শেষ পর্যন্ত মাইথন জলাধার ও জলাধার লাগোয়া কিছু এলাকায় যাওয়ার নিয়ন্ত্রণ করা হয়েছে।

মূলত পর্যটকদের সুরক্ষার জন্য়ই এই ব্যবস্থা করা হচ্ছে বলে খবর। নিষেধাজ্ঞায় যেটা বলা হচ্ছে সেটা হল, ২৫ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি, অন্য়দিকে ১৪ জানুয়ারি থেকে ৩১শে জানুয়ারি পর্যন্ত মাইথন জলাধারের রাস্তায় ব্যক্তিগত ও বাণিজ্যিক যান চলাচল করতে পারবে না। যে সমস্ত পর্যটকরা মাইথনে বেড়াতে আসবেন তাদের ছটঘাট ও কালীপাহাড়িতে গাড়ি রাখতে হবে। সেখানেই পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

তবে ওই রাস্তায় পুলিশ, সিআইএসএফ , অ্যাম্বুল্যান্স সহ জরুরী প্রয়োজনে অনুমতি সাপেক্ষে অন্য়ান্য় গাড়ি চলাচল করতে পারবে। মূলত পর্যটকদের সুরক্ষার জন্য় এই ব্যবস্থা করা হচ্ছে। কোনওভাবেই যাতে পর্যটনের ভরা মরসুমে পর্যটকরা যাতে দুর্ঘটনার মধ্য়ে পড়ে না যান সেকারণেই এই ব্যবস্থা। অন্যদিকে আসানসোল দুর্গাপুুর পুুুলিশ কমিশনারেট এলাকার বিভিন্ন পয়েন্টে পিকনিকের সময় যাতে কোনওভাবে বিপজ্জনক কোনও প্রবণতা না থাকে সেটা দেখার জন্য় বলা হয়েছে। কোথাও নৌকায় উঠে হইহুল্লোড় করা যাবে না।

অন্যদিকে সালানপুর ব্লকের আওতায় থাকা চারটি খেয়াঘাটেও নির্দিষ্ট সময়ের পরে নৌকা ভ্রমণ করা যাবে না। মূলত বিকেল সাড়ে চারটের পরে এখানে নৌকা সফর আপাতত বন্ধ করা হয়েছে। যাবতীয় সুরক্ষা নিয়ে তারপরই নৌকায় উঠতে হবে। এক্ষেত্রে লাইফ জ্যাকেট পরে তাদের নৌকায় উঠতে হবে। কোনওভাবে নৌকায় অতিরিক্ত পর্যটকদের তোলা যাবে না। এতে বড় বিপদ হয়ে যেতে পারে।