New Criminal Law: দণ্ড সংহিতা বিল-এ সিলমোহর রাষ্ট্রপতির, ব্রিটিশ আমলের বিধি সরিয়ে আসছে নয়া আইন

লোকসভা, রাজ্যসভার পর এবার দণ্ড সংহিতা এবার অনুমোদন পেল রাষ্ট্রপতির। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন এই বিলে সিলমোহর দেন। ফলে এবার ব্রিটিশ আমলের ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি সরিয়ে সেই জায়গায় আসতে চলেছে নয়া আইন।

সদ্যই ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য বিল লোকসভায় প্রথমে পেশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সদ্য শীতকালীন অধিবেশনে পেশ হয় এই বিল। লোকসভায় সদ্য হওয়া শীতকালীন অধিবেশেন কার্যত বিরোধী শূন্য অবস্থাতেই এই বিল পাশ হয়ে যায়। তার আগে, গত ১৩ ডিসেম্বর সংসদের ভিতরে ২ অনুপ্রবেশকারীর স্মোক বম্ব নিয়ে হামলা কাণ্ডা সরকারকে তোপ দেগে বিরোধীরা সরব হন। সংসদে ঝড় তোলেন বিরোধীরা। পরে রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে ১৪৬ জন সাংসদ সাসপেন্ড হন ওই সেশনে। মোট ৪ দিনে সাসপেন্ড হন ১৪৩ জন সাংসদ। পরে আরো ৩ জন হন সাসপেন্ড। এই অবস্থায় ওই বিল প্রথমে লোকসভায় পাশ হয়। পরে রাজ্যসভায় পাশ হয়। তারপর বিলে অনুমোদন দেন দেশের রাষ্ট্রপতি।

(Cola King Ravi Jaipuria: এক বছরে রোজগার ৪২২৩১ কোটি! দেশের ‘কোলা কিং’ রবি জয়পুরিয়াকে চেনেন? তাঁর কীসের ব্যবসা জানেন?)

বিশেষজ্ঞরা বলছেন, দণ্ড সংহিতার এই নয়া আইন সন্ত্রাসের ক্ষেত্রে আরও কড়া হতে চলেছে। এছাড়াও গণপিটুনি, জাতীয় সুরক্ষাকে লঙ্ঘন সংক্রান্ত অপরাধে কঠিন থেকে কঠিনতর শাস্তি আসতে চলেছে এই নয়া আইনের হাত ধরে। এর আগে, চলতি বছরের বাদল অধিবেশনের শেষদিনে ফৌজদারি আইনের পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে সেই বিল নিয়ে বিরোধীরা সরব হয়। তারপর বিলগুলিকে সংসদের স্বরাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়। বিরোধীদের অভিযোগ ছিল, কেন্দ্র ও বিলগুলিকে নিয়ে বেশি তাড়াহুড়ো করছে। ফলে শাসক বিরোধী সংঘাত তুঙ্গে ওঠে। এছাড়াও সংসদয়ী প্যানেল বিলে সংশোধনের সুপারিশও করে।

উল্লেখ্য, ১৮৬০ সালে ব্রিটিশ সরকার ভারতীয় দণ্ডবিধির প্রবর্তন করেন। চলতি বছরের বাদল অধিবেশনে ঔপনিবেশিক তিনটি বিধিমালা প্রতিস্থাপনের জন্য সরকার তিনটি বিল পেশ করেছে। এদিকে বিভিন্ন ঘটনা প্রক্রিয়ার শেষে ওই বিল শেষমেশ অনুমোদন পেল রাষ্ট্রপতির। রাষ্ট্রপতির স্বাক্ষরক্রমে বিলটি আইনে রূপান্তরিত হচ্ছে।