এসএসকেএম থেকে ছাড়া পেলেন মদন মিত্র, বেরিয়ে কী বললেন কামারহাটির বিধায়ক?‌

এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করিয়ে এবার ছুটি পেলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। আজ, মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পান। তাঁকে ট্রলিতে করে বাইরে নিয়ে আসা হয়। কামারহাটির বিধায়ক খোলা আকাশ দেখে জোরে নিঃশ্বাস নেন। সেখান থেকে গাড়িতে করে সোজা বাড়ির দিকে রওনা হন। আগের থেকে তাঁর স্বাস্থ্য অনেকটা ভেঙে গিয়েছে দেখা যাচ্ছে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তারপর সেখানে থাকাকালীন কাঁধের হাড় ভেঙে যায়। তাই অস্ত্রোপচার করতে হয়।

এদিকে আজ হাসপাতাল থেকে ছুটি পেলেও এখন কালারফুল নেতার শরীর খুবই দুর্বল বলে জানিয়েছেন মদন মিত্র। হাসপাতালের ভিতর থেকে শাল মুড়ি দিয়ে বাইরে আনা হয় কামারহাটির বিধায়ককে। তাঁকে জিজ্ঞাসা করা হয়, আপনি কেমন আছেন এখন?‌ জবাবে খুব মৃদু স্বরে মদন মিত্র বলেন, ‘‌ভাল নেই।’‌ নিউমোনিয়া থেকে সুস্থ হলেও চাঙ্গা হতে পারেননি মদন মিত্র। চিকিৎসকরা জানিয়েছেন, এখন বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে বিধায়ককে। মেনে চলতে হবে ডায়েট। তাছাড়া বাড়িতেও সাবধানে থাকতে হবে। আর ঠাণ্ডা লাগানো যাবে না। হাতে–পায়ে তেমন জোর পাচ্ছেন না তৃণমূল কংগ্রেস বিধায়ক।

অন্যদিকে মদন মিত্র ডিসেম্বর মাসের ৪ তারিখ রাতে শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। সেখানেই ধরা পড়ে নিউমোনিয়া। আর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তাই তাঁকে এখানে আইসিইউ’‌তে স্থানান্তরিত করা হয়। সেদিন রাতে আইসিইউ’‌তে থাকার সময়ই তাঁর খিঁচুনি শুরু হয়। তখনই খিঁচুনির জেরে শয্যার পাশে থাকা রেলিংয়ে বিধায়কের বাঁ–হাতে আঘাত লাগে। আর তাঁর বাঁ–কাঁধের একটি হাড় ভেঙে যায়। এই ঘটনায় যন্ত্রণায় কাতর হয়ে পড়েন মদন মিত্র। তখন মেডিক্যাল বোর্ড অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন:‌ অনুপম হাজরাকে নিয়ে দ্বিধাবিভক্ত বিজেপি, তৃণমূলে ফিরছেন অনুপম?‌ গুঞ্জন জেলায়

তারপর মদন মিত্রের কাঁধে অস্ত্রোপচার করা হয়। এই অস্ত্রোপচারের পর তিনি আরও অসুস্থ হয়ে পড়েন বলে সূত্রের খবর। তাই এসএসকেএম হাসপাতালেই চিকিৎসা চলতে থাকে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুগামীরা। চিকিৎসা চলার পর আজ মঙ্গলবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। গত ১৩ ডিসেম্বর মদন মিত্রের অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। বিধায়কের বাঁ–কাঁধে টাইটেনিয়াম প্লেট বসানো হয়েছে। চিকিৎসকরা জানান, মদনের অস্ত্রোপচার সফল। তবে দুর্বলতা আছে। এটা কাটাতে বেশ কিছুদিন সময় লাগবে।