গুলিতে আইনজীবীর মৃত্যুর মামলার প্রতিবেদন ৩০ জানুয়ারি

তেজগাঁও বিজি প্রেস এলাকায় শীর্ষ সন্ত্রাসীদের গুলিতে ভুবন চন্দ্র শীল নামে এক আইনজীবীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৩০ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন।

এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। কিন্তু এদিন পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য বিচারক নতুন করে এই তারিখ ধার্য করেন।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাতে তেজগাঁও বিজি প্রেস ও পেট্রোল পাম্পের মাঝামাঝি স্থানে শীর্ষ সন্ত্রাসী মামুনকে চারটি মোটরসাইকেলে আসা ৭-৮ জন যুবক ঘিরে ধরে। পরে দৌড়ে পালানোর সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেই গুলিতে আহত হন ভুবন। এছাড়া আরিফুর নামে আরেক পথচারীও আহত হন।

এ ঘটনায় গুলিবিদ্ধ আইনজীবী ভুবন চন্দ্র শীল গতকাল সোমবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। এই ঘটনার পরের দিন তার স্ত্রী রত্না রানী শীল বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে মামলা করেন।

গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকার এলাকা থেকে হিমেল নামে এক আসামি গ্রেফতার করেন পুলিশ। গ্রেফতারের পর থেকে এই আসামি কারাগারে রয়েছে।

আরও পড়ুন:

তেজগাঁওয়ে ‘গোলাগুলি’: পথচারীসহ আহত ৩

রাজধানীতে বাড়ছে ‘আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব’?