দেগঙ্গার চাকলায় আসছেন মুখ্যমন্ত্রী, পুজো দিয়ে কর্মিসভা করবেন, প্রস্তুত হেলিপ্যাড

এবার দেগঙ্গার চাকলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ ডিসেম্বর মুখ্যমন্ত্রী এখানে আসবেন। এখানে এসে লোকনাথ মন্দিরে পুজো দেবেন। তারপর এই মন্দিরের পাশেই ময়দানে করবেন কর্মিসভা। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তুতি। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই মন্দির পরিদর্শন করা হয়। হেলিপ্যাডের জায়গা থেকে শুরু করে কর্মিসভার জায়গা পরীক্ষা করা হয়েছে। আর যাতে মুখ্যমন্ত্রীর প্রশ্নের জবাব দিতে পারেন তাই জেলাশাসক শরদকুমার দ্বিবেদী উন্নয়ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখছেন।

এদিকে এই মন্দিরের পরিকাঠামোগত উন্নয়নে রাজ্য সরকার ৩০ কোটি টাকা বরাদ্দ করেছে। সেই টাকায় ভোগ বিতরণ ঘর, আধুনিক রান্নাঘর, ডালার দোকান, তোরণ, রাস্তার সংস্কার এবং দুটি গেস্ট হাউজ তৈরির কাজ প্রায় শেষ হয়েছে। বৃহস্পতিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে সাড়ে ১২টা নাগাদ হেলিকপ্টারে করে চাকলায় আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। চাকলার মন্দিরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন মন্দির কমিটির সভাপতি। সেখানে পুজো দিয়ে যোগ দেবেন কর্মিসভায়।

অন্যদিকে চাকলা চলো অভিযান সফল করতে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ভাটপাড়ায় সভা করেছেন। এখানের ১১ নম্বর ওয়ার্ডের সভায় যোগ দিয়ে সাংসদ অর্জুন সিং বলেন, ‘‌আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৪২টি আসনেই জিতবে। আর বিরোধী জোট ইন্ডিয়া সফল হলে দলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার দাবি জানানো হবে।’‌ আর পাপ্পুর গ্রেফতারি নিয়ে অর্জুন বলেন, ‘‌ওকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারের বিরুদ্ধে আইনি লড়াই চলবে। তার কাজ চলছে।’‌

আরও পড়ুন:‌ ‘‌আশা আছে বাংলা বিমুখ করবে না’‌, লোকসভা নির্বাচনের আসন সংখ্যা নিয়ে দাবি দিলীপের

যদিও অর্জুন সিংয়ের ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসা ও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রধানমন্ত্রী হওয়ার দাবিকে আমল দিলেন না দিলীপ ঘোষ। পালটা কটাক্ষে তাঁর জবাব, ‘‌স্বাভাবিক ব্যাপার। মমতা যাতে খুশি হবে উনি সেটাই বলবেন। যখন বিজেপিতে ছিলেন, তখন বিজেপির হয়ে বলতেন। কিন্তু দেখতে হবে বাস্তব পরিস্থিতি কী? আজ উনি কোথায়? পার্টিতে ওনার কী গুরুত্ব? উনি কী এরকম বলে এবার পার্টির টিকিট পাবেন? পার্টির ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। যতক্ষণ সব ঠিক আছে, আছে। তির আপনার দিকে ঘুরলেই প্রশ্ন ওঠে। ওনার ওখানেই প্রচুর বিরোধী আছে। আমরা তাঁকে জিতিয়ে সাংসদ করেছি। ওনার নিজের অস্তিত্ব রক্ষা কঠিন হয়ে গিয়েছে।’‌