Airfares: বছর শেষে লাফিয়ে বাড়ল বিমানভাড়া, মেট্রো শহরে টিকিট আকাশছোঁয়া

বছরশেষে একাধিক মেট্রো সিটির মধ্য়ে যে বিমান চলাচল করে তার ভাড়া আচমকাই বেড়ে গিয়েছে বলে খবর। ভারতের অভ্যন্তরে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, পুনে সহ একাধিক শহরের মধ্য়েই এই বিমান চলাচল করে। আচমকাই এই বিমান ভাড়া একলাফে বেড়ে গিয়েছে।

যেমন ধরা যাক বেঙ্গালুরু থেকে মুম্বই যাওয়ার বিমানভাড়া। মোটামুটি ৩০০০ থেকে ৫০০০ টাকার মধ্যেই এই ভাড়া থাকে। চলতি ছুটির মরশুমে বছর শেষে সেই ভাড়া একলাফে বেড়ে গিয়ে হয়ে গিয়েছে ৯০০০ টাকা।
এদিকে এবার দেশের মধ্যেই এক শহর থেকে অপর শহরের মধ্য়ে বিমানের টিকিটের চাহিদা প্রায় ৮ শতাংশ বেড়ে গিয়েছে। বেঙ্গালুরু নিউ দিল্লি, মুম্বই,কলকাতা, পুনে, লক্ষ্ণৌ সহ দেশের একাধিক শহরে যাওয়ার জন্য় বিমান ভাড়া কিছুটা বৃদ্ধি পেয়েছে।

এদিকে এবার বছর শেষে দেখা যাচ্ছে যে সমস্ত শহরে ক্লাব, পাব, বার এগুলি বেশি সংখ্য়ক রয়েছে সেখানে বিমান ভাড়া বেশ বৃদ্ধি পেয়েছে। অনেকেই বছর শেষের ছুটি কাটাতে সেই সব শহরে যেতে চাইছেন। তার জেরেই এইভাবে বিমান ভাড়া ক্রমশ বাড়ছে।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ইজি মাই ট্রিপের সিইও নিশান্ত পিট্টি জানিয়েছেন, গতবারের তুলনায় অবশ্য এবার বিমানভাড়া কিছুটা কম। তবে ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত বিমান ভাড়া অবশ্য কিছু শহরের জন্য বেড়ে গিয়েছে ৫০ শতাংশ পর্যন্ত। দিল্লি-মুম্বই, মুম্বই বেঙ্গালুরু সহ একাধিক রুটে বিমানভাড়া বেড়েছে। তবে আন্তর্জাতিক ক্ষেত্রে বিমানভাড়াও বৃদ্ধি পেয়েছে।

আসলে ছুটির মরসুম। বছর শেষের আনন্দ চুটিয়ে উপভোগ করতেই অনেকেই আমোদ প্রমোদে মাততে চাইছেন। আর তার নিরিখেই এবার দেশের বিভিন্ন মেট্রো শহরে ভিড় জমাচ্ছেন আমোদপ্রিয় মানুষরা। সেই নিরিখেই তাঁরা যেতে চাইছেন বিভিন্ন মেট্রো শহরে। কিন্তু সেখানে যাওয়ার জন্য বিমানভাড়া কম কিছু নয়।