IND Vs SA: Head To Head Stats And Records, Know Details

সেঞ্চুরিয়ন: আজ থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (IND vs SA 1st Test) টেস্টের মহারণ। বিশ্বের সর্বত্র লাল বলের ক্রিকেটে ভারতীয় দলের সিরিজ় জয়ের কৃতিত্ব রয়েছে, একমাত্র ব্যতিক্রম দক্ষিণ আফ্রিকা। রামধনুর দেশে টিম ইন্ডিয়া (Team India) এখনও পর্যন্ত টেস্ট সিরিজ় জিততে ব্যর্থ হয়েছে। সেই খরা কাটিয়ে নতুন ইতিহাল গড়ার লক্ষ্যেই মাঠে নামবে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল। 

ইতিহাস ঘেটে দেখলে মিলবে, ভারতীয় দলের বিরুদ্ধে টেস্টে কিন্তু পরিসংখ্যানের বিচারে এগিয়ে দক্ষিণ আফ্রিকাই। এখনও পর্যন্ত পাঁচ দিনের ফর্ম্যাটে ভারত ও দক্ষিণ আফ্রিকা একে অপরের বিরুদ্ধে মোট ৪২ বার মাঠে নেমেছে। এর মধ্যে ভারতীয় দল ১৫টি ম্যাচে (৩৫.৭১ শতাংশ) জয় পেয়েছে। প্রোটিয়া দল ১৭টি টেস্ট (৪০.৪৭ শতাংশ) জিতেছে। দুই দলের ১০টি ম্যাচ ড্রয়ে শেষ হয়েছে। কোনও ম্যাচ টাই হয়নি। তাই সামান্য হলেও, মুখোমুখি লড়াইয়ে কিন্তু এগিয়ে প্রোটিয়া বাহিনীই। 

এই সিরিজ়ের মাধ্যমেই আবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন ভারতীয় দলের মহাতারকারা। রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরারা গত মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে হারের পর এতদিন পর্যন্ত কোনও ম্যাচ খেলেননি। এই টেস্ট সিরিজ়ের মাধ্যমেই ফের একবার ভারতের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে চলেছেন তাঁরা। তবে বিশ্বকাপ হারের ক্ষত যে এখনও দগদগে, তা রোহিতের কথাতেই স্পষ্ট। ম্যাচের আগে তিনি বলেন, ‘এখানে আমরা কোনওদিন সিরিজ জিতিনি। সেটা যদি করতে পারি, বড় ব্যাপার হবে। আমি জানি না বিশ্বকাপে হারের যন্ত্রণা সরিয়ে ভাল  পারফর্ম করতে সক্ষম হব কি না। যদি আমরা সেটা পারি বড় কৃতিত্ব হবে।’

রামধনুর দেশে অগ্নিপরীক্ষার আগে রোহিত কিন্তু আসন্ন চ্যালেঞ্জকে সুযোগ হিসাবেই দেখছেন। ভারতীয় অধিনায়ক বলেন, ‘খুব গুরুত্বপূর্ণ সিরিজ। এখানে আমরা কোনওদিন সিরিজ জিতিনি। এবার আমাদের সামনে বিরাট সুযোগ। নিজেদের সেরাটা দেওয়ার জন্য উত্তেজিত ও রোমাঞ্চিত হয়ে রয়েছি। আমাদের পেসাররা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় ভাল করেছে। প্রত্যেকের বড় ভূমিকা। মাঝে মধ্যে স্পিনারদের রান আটকে রাখতে হয়। এখানে পরিবেশ-পরিস্থিতি জোরে বোলারদের সাহায্য করে। আমাদের দলে দুজন অভিজ্ঞ স্পিনার রয়েছে এবং ওরা জানে কখন কী করতে হবে।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: শামির বিকল্প কে? বক্সিং ডে টেস্টে কারা সুযোগ পাবেন ভারতের একাদশে?