Kolkata Police: খাদ্যভবনে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলিবিদ্ধ কনস্টেবল, আত্মঘাতী, অনুমান পুলিশের

বড়দিনে মধ্যরাতে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলিবিদ্ধ হলেন এক পুলিশ কনস্টেবল। সঙ্কটজনক অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানই তাঁর মৃত্যু হয়। ব্যারাক থেকে খাদ্যভবনে ডিউটি যাওয়ার পথে তিনি গুলিবিদ্ধ হন।

সূত্রে খবর, গুলিবিদ্ধ অবস্থায় পুলিশকর্মীরাই তাঁকে এসএসকেএম-এ নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত পুলিশ কস্টেবলের নাম, তপন পাল।

জানা গিয়েছে খাদ্যভবনের ভিতরে পুলিশের ব্যারাক রয়েছে। সেই ব্যারাক থেকে রাত ১১টা নাগাদ ডিউটিতে যাচ্ছিলেন রির্জাভ ফোর্সের অফিসার। সেই সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। ঘটনাস্থলে ছুটে যান সহকর্মীরা। গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় কনস্টেবলকে। অতর্কিতে গুলি চলেছে নাকি তিনি আত্মঘাতী হয়েছেন তা জানা যায়নি। পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছে তপন।

(পড়ুন। ভরসন্ধ্যায় মালদার সোনার দোকানে ভয়াবহ ডাকাতি, চলল গুলি, রক্তাক্ত কর্মীরা)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ডিসেম্বর ছুটি কাটিয়ে বাড়ি ফিরেছেন তপন। ডিউটিতে যাওয়ার আগে তিনি ছয় চেম্বারের সার্ভিস রিভলভার ইস্যু করান। তার মধ্যে একটি লেগেছে কনস্টেবলের।

তপনের বাড়ি নদিয়ার হরিণঘাটাতে। ব্যারাকের ঘর থাকলেও প্রায়শই তিনি বাড়ি থেকে যাতায়াত করতেন। পরিবারের মধ্যে কোনও অশান্তি ছিল কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।