Mig-29 Fighter Jet: গোয়ার বিমানবন্দরে আচমকাই ফেটে গেল যুদ্ধবিমানের চাকা, বন্ধ রাখা হল রানওয়ে

মিগ ২৯ যুদ্ধ বিমান। একটি রুটিন মহড়ায় ওড়ার ঠিক আগে টায়ার ফেটে যায়। গোয়ার ডাবোলিম এয়ারপোর্টের ঘটনা।

বিমানটি ট্যাক্সিওয়েতে ছিল। আচমকাই টায়ার ফেটে যায়। তবে এই ঘটনায় কেউ আহত হননি। ঘটনার পরেই বিকেল ৪টে পর্যন্ত বিমানমন্দরের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়।

এর জেরে যাত্রী বিমান পরিবহণের ক্ষেত্রে প্রভাব পড়ে। তবে টায়ার ফেটে যাওয়ার ঘটনার জেরে কেউ আহত হননি। নেভির এক মুখপাত্র জানিয়েছেন, রুটিন মহড়ার জন্য় বের হচ্ছিল। বিমানটি ট্যাক্সিওয়েতে ছিল। সেই সময় আচমকাই টায়ার ফেটে যায়। ঘটনার পরেই দমকল ঘটনাস্থলে যায়। অন্যান্য পরিষেবাতেও বিঘ্ন ঘটে।

দক্ষিণ গোয়াতে রয়েছে এই এয়ারপোর্ট। নৌবাহিনীর INS হংস এখানেই মোতায়েন করা রয়েছে। দিনের কিছুটা সময় এখানে নেভি ব্যবহার করে।

 

এদিকে ঘটনার পরেই এয়ারপোর্টের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। ১০টি ফ্লাইট ওঠানামার ক্ষেত্রে সমস্যা হয়। কিছু বিমানকে মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর মোপার দিকে ঘুরিয়ে দেওয়া হয়। ডাবোলিম এয়ারপোর্টের ডিরেক্টর এসভিটি ধনমযজ্ঞ সংবাদ সংস্থা পিটিআইকে একথা জানিয়েছেন।

তবে অল্পের জন্য় বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছে বিমানটি। তবেএদিনের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে দ্রুত পরিস্থিতি মোবাবিলা করে দমকল সহ বিমানবন্দর কর্তৃপক্ষ।