Virat, Rohit Out, Kagiso Rabada Picks 4 Wickets, IND Six Down In Centurion On Day 1 In 1st Test Get To Know

সেঞ্চুরিয়ন: যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধে হয়। ঠিক সেটাই হল। দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটিতে রাবাডা, এনগিডিদের খেলা যে কোনওভাবেই সহজ হবে না, তার সতর্কতা বারবার ছিল। তবুও তরুণ ভারতীয় দল (Indian Cricket Team) এবারের সফরে ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা করেছিলেন সবাই। সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনে ভারতের ব্যাটিং দেখার পর কিন্তু চিন্তার ভাঁজ পড়তে বাধ্য রাহুল দ্রাবিড় অ্যান্ড কোংয়ের কপালে। যার অন্যতম কারণ কাগিসো রাবাডা (Kagiso Rabada)। আগুনে পেসে ভেঙে দিলেন ভারতের টপ অর্ডারের ব্যাটিং। রান পেলেন না রোহিত, গিল, যশস্বী কেউই। কিছুটা লড়াই করলেও ক্রিজে সেট হয়েও বড় রান পেলেন না বিরাট  কোহলি ও শ্রেয়স আইয়ার। যার ফলে প্রথম দিনের চা পানের বিরতির আগেই ৬ উইকেট খুঁইয়ে চাপে পড়ে গেল টিম ইন্ডিয়া। 

গত ৩১ বছরে আটবার দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে ভারতীয় দল। কিন্তু টেস্ট সিরিজ জিততে পারেনি তাঁরা। এবার দল নির্বাচনে ‘বুড়ো’ রাহানে, পূজারাকে দলে নেওয়া হয়নি। বদলে নতুন মুখ হিসেবে জয়সওয়াল, শ্রেয়সের ওপরই ভরসা রাখা হয়েছে। ব্যাটিং অর্ডারেও বদল আনা হয়েছে। বিরাট তাঁর তিন নম্বর স্লট ছেড়ে দিয়েছেন। জয়সওয়াল রোহিতের সঙ্গে ওপেনে নামায়, গিল তিনে নেমে আসেন। চারে নামছেন বিরাট। এদিনের ম্যাচেও তেমনভাবেই ব্যাটিং অর্ডার সাজানো হয়েছিল। কিন্তু কাজের কাজ কিছুই হল না। রাবাডার বলে বার্গারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত মাত্র ৫ রান করে। ভাল শুরু করেও ক্রিজে থিতু হতে পারলেন না জয়সওয়াল। ৪টি বাউন্ডারি হাঁকালেও ১৭ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় জয়সওযালকে। বার্গার তুলে নেন বাঁহাতি ভারতীয় ওপেনারের উইকেট। 

বার্গারের দ্বিতীয় শিকার হন গিল। ২ রান করে ক্যাচ আউট হয়ে ফেরেন তিনি। মাত্র ২৪ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ভারতীয় দল। সেখান থেকে শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে বিরাট কোহলি দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। মধ্যাহ্নভোজের পরই অবশ্য আঘাত হানেন রাবাডা। ৩১ রান করে প্রোটিয়া পেসারের বলে বোল্ড হয়ে যান তিনি। ৩টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। 

বিরাট কোহলি ৩৮ রান করে রাবাডার চতুর্থ শিকার হন। তিনিও ক্যাচ আউট হয়ে ফিরে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রবিচন্দ্রন অশ্বিন শেষ আউট হয়েছেন।