Anupam Hazra: তৃণমূলেই ফিরছেন অনুুপম, নতুন বছরের প্রথম সপ্তাহেই সেরে ফেলতে চান ‘শুভ’ কাজ

বিজেপিতে পদ হারানোর পরে তৃণমূলেই ফিরছেন অনুপম হাজরা। অনুপম যে তৃণমূলে ফিরতে চলেছেন তা আগেই জানিয়েছিল হিন্দুস্তান টাইমস বাংলা। বুধবার অনুপমের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, নতুন বছরের প্রথম সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফিরতে পারেন তিনি। সব ঠিক থাকলে ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই হতে পারে যোগদান।

বুধবার অনুপম জানিয়েছেন, ২ দিনের জন্য তিনি পাহাড়ে যাচ্ছেন। পাহাড় থেকে ফিরে পরবর্তী পরিকল্পনার কথা জানাবেন তিনি। কিন্তু ঘনিষ্ঠমহল সূত্রে খবর, অনুপমের তৃণমূলে ফেরার ডিল একপ্রকার পাকা। সম্ভবত বোলপুর থেকে লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটের বিনিময়ে দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অনুপমের ঘনিষ্ঠ বৃত্তের কয়েকজন জানিয়েছেন, অনুপম দীর্ঘদিন ধরেই রাজ্য বিজেপিতে কোণঠাসা ছিলেন। ২০১৯ লোকসভা ভোটে তিনি যে টিকিটের জন্য বিজেপিতে এসেছিলেন তা বিলক্ষণ জানতেন গেরুয়া শিবিরের নেতারা। তাই তাঁকে বিশেষ গুরুত্ব দেয়নি রাজ্য নেতৃত্ব। ওদিকে ২০১৯ লোকসভা নির্বাচনে যাদবপুর থেকে বিজেপির টিকিটে লড়াই করে মিমি চক্রবর্তীর কাছে হারের মুখ দেখেন অনুপম। মুখ রক্ষায় অনুুপমকে কেন্দ্রীয় সম্পাদক করে দল। বিজেপির সংগঠনে যে পদের তেমন গুরুত্ব নেই। কিন্তু তার পরেও রাজ্য নেতৃত্বের সঙ্গে বিবাদে জড়ানোর কোনও সুযোগ ছাড়েননি তিনি।

সম্প্রতি রাজ্য নেতৃত্বকে অনুপম পরিকল্পনা করেই আক্রমণ করেছিলেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কারণ, ২০১৯ সালে বোলপুর থেকে অনুপমের টিকিট না পাওয়ার অন্যতম কারণ ছিল অনুব্রতর সঙ্গে তাঁর অহি নকুলের সম্পর্ক। তার জায়গায় অসিত মালকে টিকিট দেয় তৃণমূল। কিন্তু বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ অসিতবাবু। রাজনীতিতে তিনি প্রায় নিষ্ক্রিয়। উলটো দিকে যে অনুব্রতর সঙ্গে অনুপমের বিবাদ তিনি এখন তিহাড় জেলে। উলটে বীরভূমে তৃণমূলের রাজনীতির অন্যতম তারকা এখন কাজল শেখ। যে কাজল শেখের সঙ্গে অনুপমের সম্পর্ক অত্যন্ত ভালো। সম্প্রতি অনুপমকে ‘ভালো ছেলে’ বলে সার্টিফিকেটও দিয়েছেন কাজল।

এই পরিস্থিতিতে তৃণমূলে ফিরে বোলপুরের টিকিট বাগানোই প্রধান লক্ষ্য অনুপমের। পরিচিতরা বলছেন, বিশ্বভারতীর এই প্রাক্তন শিক্ষক ছোট বেলা থেকেই অত্যন্ত অ্যাম্বিসাস।