Lok Sabha Election 2024: কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না ধরেই এগোচ্ছে সিপিএম, ব্রিগেডের পর প্রার্থী ঘোষণা?

কংগ্রেস-তৃণমূলে জোট হতে ধরে নিয়েই আপাতত এগোচ্ছে সিপিএম। তাই তারা কোনও জটিলতার মধ্যে যেতে চাইছে। এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্রিগেড মিটলেই প্রার্থী ঘোষণা করে দেবে সিপিএম। বামদলগুলি ছাড়া সিপিএম একক ভাবে ৩২টি আসন লড়াই করে। এবারও সেভাবেই প্রার্থী ঘোষণা করতে পারে আলিমুদ্দিন।

প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের শেষ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দুটি আসন কংগ্রেসকে তাম দিতে রাজি হয়েছেন। কিন্তু বঙ্গ কংগ্রেসের দাবি সাত থেকে আটটি আসন তাদের ছেড়ে দিক তৃণমূল। সেই মত হাইকমান্ডকে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতারা। যদিও বাংলায় তৃণমূল হাতকে সাত থেকে আটটি আসন ছেড়ে দেবে কিনা তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে। তবে প্রদেশ কংগ্রেসের পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে হাইকমান্ডের নির্দেশের উপর।

সেক্ষেত্রে কংগ্রেস যদি তৃণমূলের সঙ্গে সমঝোতার রাস্তায় যায় তবে নাওশাদ সিদ্দিকির দল আইএসএফের সঙ্গে জোট করেই লড়বে সিপিএম। নওশাদ ইতিমধ্যেই ডায়মণ্ড হারবার থেকে লড়ার কথা জানিয়েছেন। ব্রিগেড মিটলেই সে সব নিয়ে তাদের সঙ্গে আলোচনা বসবে আলিমুদ্দিন। এক সিপিএম নেতা জানিয়েছে, ‘প্রচারে নেমে পড়ার জন্য  ব্রিগেডের পর প্রার্থী ঘোষণা করে দেওয়া হবে।’

আজ থেকে দুদিনের রাজ্য কমিটির বৈঠক বসেছে। এই বৈঠকে ব্রিগেড সমাবেশের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। মহম্মদ সেলিম জানিয়েছেন, ‘নতুন বছরে আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হবে। কিছু দিন আগে হওয়া বর্ধিত রাজ্য কমিটির বৈঠকের সিদ্ধান্ত কতটা রূপায়িত হয়েছে, তা নিয়েও আলোচনা হবে। কিছু সাংগঠনিক বিষয়েও আলোচনা হবে।’

(পডুন। লোকসভা ভোটে রাজ্যে ২টি আসনে লড়বে কংগ্রেস, ঘোষণা ডালুর, জানেই না দলের নেতারা)

(পড়ুন। বিজেপির সরকার হলে ইংরেজ এবং মোঘলদের নাম – নিশান উড়িয়ে দেবে: শুভেন্দু)

জোট নিয়ে আলোচনা ৩১ ডিসেম্বরের মধ্যেই সেরে ফেলার প্রস্তাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা কতটা সম্ভব হবে তা নিয়ে সংশয় রয়েছে। কারণ কংগ্রেস কিছুটা ধীরে চলো নীতিতেই চলছে। 

তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হয় কিনা সেদিকে তাকিয়ে রয়েছে, সিপিএম। তবে তা শুধু তাকিয়ে থাকা নয়, নানা সম্ভাবনার দিক খতিয়ে দেখে ব্রিগেডের আগেই প্রার্থী ঘোষণা কাজ শেষ করে ফেলা।