জেলায় সেরা তরুণ করদাতা নির্বাচিত হলেন গৌরীপুরের সাজ্জাদ হোসেন

ময়মনসিংহ জেলায় ২০২২-২৩ কর বছরে সর্বোচ্চ আয়কর প্রদান করায় তরুণ উদ্যোক্তা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মো:সাজ্জাদ হোসেন হিমেল কে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর অনুবিভাগের পক্ষ থেকে সম্মাননা দেয়া হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর/২৩) সকালে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ কর অঞ্চল এর ৪২ জন সেরা করদাতাকে আনুষ্ঠানিকভাবে সন্মাননা, ট্যাক্সকার্ড ও সনদপত্র প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

কর অঞ্চল ময়মনসিংহের কর কমিশনার মোঃ আশরাফুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার ফারুক হোসেন,অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ আবদুর রকিব, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, বাংলাদেশ ট্যাক্স লয়ার্স এসোসিয়েশন ময়মনসিংহ বিভাগের সহ সভাপতি এডভোকেট সাদিক হোসেন প্রমুখ।

এতে স্বাগত বক্তব্য দেন যুগ্ম কর কমিশনার মোঃ সামছুল আলম। পরে প্রধান অতিথি কর অঞ্চল ময়মনসিংহের আওতায় শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহের ৪২ সেরা করদাতাকে সন্মাননা, ট্যাক্সকার্ড ও সনদপত্র তুলে দেন। অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন সেরা করদাতা আজিজুল হক, মাহবুব রেজা করিম মুরাদ, খন্দকার মাহবুবুল আলম, প্রমুখ।

সেরা করদাতা সাজ্জাদ হোসেন হিমেল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকার মোঃ আবুল কালাম আজাদের ছেলে।