স্বামী বিবেকানন্দকে নিয়ে মন্তব্যের জের, সুকান্তকে জুতো মারার নিদান তৃণমূল নেতার

স্বামী বিবেকানন্দকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এনিয়ে কম জলঘোলা হয়নি। এনিয়ে এবার বিজেপির রাজ্য সভাপতিকে জুতো মারারা নিদান দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা। আইএনটিটিইউসির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরসভার উপপ্রধান সোমনাথ চট্টোপাধ্যায় সুকান্ত মজুমদারকে জুতো মারার নিদান দিয়েছেন। তার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন: বিজেপির ‘১৫ জনের নির্বাচন কমিটি’ ঘিরে ধোঁয়াশা, শাহ শহর ছাড়তেই বড় দাবি সুকান্তর

বুধবার বাঁকুড়ার কোতুলপুরে আইএনটিটিইউসির পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে সুকান্ত মজুমদারকে জুতো মারার নিদান দেন তৃণমূল নেতা। তিনি বলেছেন, সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চামচাগিরি করছেন। যুব সমাজের আইকন স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন। এর জন্য সুকান্ত মজুমদারকে জুতোপেটা করা উচিত। তাঁর মতে, বিজেপি প্রকৃত হিন্দু নয়, ওরা ভেকধারী। সোমনাথ বন্দ্যোপাধ্যায় ছাড়াও এদিনের রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোতুলপুরের বিধায়ক হরকালি প্রতিহার, তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব । যদিও নিজের বক্তব্য থেকে পিছু হটতে রাজি নন তৃণমূল নেতা। অনুষ্ঠানের পর সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে নিজের বক্তব্যে তিনি। অনড় থাকেন। তাঁর মতে, স্বামীজিকে যারা অপমান করবে তাদের জুতোপেটা করা উচিত। সকলের সামনেই তাদের জুতোপেটা করতে হবে।

প্রসঙ্গত, লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক নেতাদের বক্তব্য শালীনতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এর আগেও তৃণমূল হোক বা বিজেপি উভয় দলের একাধিক নেতা নেতৃত্বের মুখে কু কথা শোনা গিয়েছে। গত ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কন্ঠে গীতা পাঠের আসরে স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ টেনে মন্তব্য করে বিতর্কে জড়িয়ে ছিলেন সুকান্ত মজুমদার। তিনি বলেছিলেন, ‘সনাতন ধর্মের পীঠস্থান বাংলা। তবে বামেদের সময় সেটা বেলাইন হয়ে গিয়েছিল। গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো, যাঁরা এটা বলেছিলেন তাঁরা বামপন্থী প্রোডাক্ট।’ এরপরে বিরোধীরা অভিযোগ করেন, সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন। সুকান্ত মজুমদারকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে দাবি করে তৃণমূল। তারপরে জোর চর্চা শুরু হয় রাজ্য রাজনীতিতে। তার পরিপ্রেক্ষিতে এদিন ওই তৃণমূল নেতা সুকান্ত মজুমদারকে জুতোপেটা করার নিদান দেন। অন্যদিকে, এনিয়ে তৃণমূল নেতার তীব্র নিন্দা করেছেন কোতুলপুরের বিজেপি নেতৃত্ব। তাদের বক্তব্য, যারা রক্তের গঙ্গা বাইরে দিয়েছে তারাই এখন রক্তদান শিবির করছে। সোমনাথ মুখোপাধ্যায়ের মন্তব্য প্রতিহিংসামূলক। যে দলের কোনও আদর্শ নেই তাদের স্বামী বিবেকানন্দ সম্পর্কে বোঝার ক্ষমতা নেই।