BJP On Rahul’s Nyay Yatra: রাহুলের ‘ন্যায় যাত্রা’কে কটাক্ষ বিজেপির, ‘আসল ন্যায়’ করছেন মোদী, বলছে গেরুয়া শিবির

লোকসভা ভোট আর কয়েক মাসের দেরি। এদিকে, সমস্ত রাজনৈতিক দল নিজের মতো করে সাজাচ্ছে রাজনৈতিক ঘুঁটি। আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কংগ্রেসের ন্যায় যাত্রা। রাহুল গান্ধীর নেতৃত্বে এই কর্মসূচি রয়েছে কংগ্রেসের। এদিকে, তার আগে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির মুখপাত্র নলীন কোহলি বলেন, ‘আসল ন্যায়’ করছেন নরেন্দ্র মোদী, আর তা তিনি করছেন ২০১৪ সাল থেকে।

উল্লেখ্য, রাহুল গান্ধীর ন্যায় যাত্রার মূল স্লোগান হল,’সকলের জন্য ন্যায়’। এদিকে, বিজেপির দাবি এই যাত্রা কেবল স্লোগান সর্বস্ব। বিজেপির মুখপাত্র নলীন কোহলি তুলে ধরেন বিজেপির ২০১৪ সাল থেকে উন্নয়নের রিপোর্ট কার্ড। তিনি বলেন, ‘ এগুলি হচ্ছে, কারণ প্রধানমন্ত্রী মোদী মানুষের কথা ভাবেন।’ তিনি এই প্রসঙ্গে তুলে ধরেন নরেন্দ্র মোদী সরকারের বিনামূল্যে রেশন প্রকল্প, ভর্তুকি যুক্ত বাড়ি, এছাড়াও মুদ্রা ঋণের বিষয়টি তুলে ধরেন তিনি। নলীন কোহলি বলেন, ‘  যা দিয়ে কারোর লক্ষ্যকে ভালো করা যায় বা ভালো নীতিকে কার্যকরী করা যায়, তা করছেন মোদী।’ অন্যদিকে, কংগ্রেস জানিয়ে দিয়েছে,  ১৪ জানুয়ারি থেকে তাদের ন্যায় যাত্রা হবে মণিপুর থেকে মুম্বই পর্যন্ত। ১৪ টি রাজ্য ৮৫ টি জেলা পেরিয়ে দেশের পূর্ব থেকে পশ্চিম প্রান্তে হবে এই যাত্রা। ৬,২০০ কিলোমিটার এই যাত্রায় অতিক্রম করা হবে। বেশিরভাগটাই হবে পায়ে হেঁটে। আর বাকি কিছু অংশ বাসে পরিভ্রমণ হবে। এই যাত্রা ২০ মার্চ শেষ হবে বলে জানা গিয়েছে। এর আগে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত এমন যাত্রা রাহুল গান্ধী করেছিলেন পায়ে হেঁটে। সেবার ১৩৬ দিনে ৪০০০ কিলোমিটার রাস্তা তিনি পার করেছিলেন।  

( Jaishankar Putin Meet: পুতিনের মুখোমুখি জয়শঙ্কর, ‘বন্ধু’ মোদীকে কোন বার্তা রুশ প্রেসিডেন্টের? আলোচনায় বাণিজ্য, ইউক্রেন)

জানা গিয়েছে, কংগ্রেসের ন্যায় যাত্রা সামাজিক, আর্থিক ন্যায় বিচারের প্রতি ফোকাস বাড়াবে। উল্লেখ্য, সদ্য মণিপুর দেখেছে ভয়াবহ এক হিংসার ছবি। তা নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা সরব। সেই জায়গা থেকে রাহুলের ন্যায় যাত্রা ঘিরে পারদ চড়বে কি না, তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। এদিকে, ১৪ জানুয়ারি ইম্ফল থেকে এই যাত্রার শুভ উদ্বোধন করবেন কংগ্রেসের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে। তারপরই শুরু হবে এই ন্যায় যাত্রা। এই যাত্রা এবার পশ্চিমবঙ্গেও হবে। নাগাল্যান্ড, অসম, মেঘালয়, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, গুজরাট, মহারাষ্ট্রে হবে।