Elephant attack: শুঁড়ে করে তুলে ৫০ মিটার দূরে গিয়ে আছড়ে ফেলল হাতি, মৃত্যু হল সবজি বিক্রেতার

রাজ্যে হাতির হানায় মৃত্যু অব্যহত রইল। জলপাইগুড়িতে বুনো হাতির হামলায় প্রাণ গেল এক সবজি বিক্রেতার। কোনওভাবে পালিয়ে বাঁচলেন তাঁর সঙ্গী। সাইকেলে করে সবজি নিয়ে যাওয়ার সময় আচমকা জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি হাতি। তখন তাঁকে শুঁড়ে করে টেনে নিয়ে গিয়ে প্রায় ৫০ মিটার দূরে আছড়ে ফেলে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের গয়েরকাটা থেকে নাথুয়াগামী রাজ্য সড়কের মরাঘাট জঙ্গল মধ্যবর্তী এলাকায়। 

আরও পড়ুন: অসমে ২ জনকে পিষে মারল গজরাজ, দেড় মাসের মধ্যে হাতির হানায় মৃত্যু ১২ জনের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অপরেশ সরকার (৬২)। তিনি বানারহাট ব্লকের দুরামারির বাসিন্দা। জানা গিয়েছে, পেশায় সবজি বিক্রেতা অপরেশ সরকার ও তাঁর সঙ্গী হরেকৃষ্ণ মৃধা সাইকেলে করে সবজি নিয়ে বানারহাট ব্লকের দুরামারী এলাকা থেকে গয়েরকাটার দিকে আসছিলেন। গয়েরকাটা নাথুয়া রোড হয়ে তাঁরা আসছিলেন। উল্লেখ্য, এই রাস্তাটি জঙ্গলের মাঝে অবস্থিত। মরাঘাট জঙ্গলের বুক চিরে গিয়েছে গয়েরকাটা থেকে নাথুয়াগামী রাজ্য সড়ক। সেই রাস্তা ধরেই দুরামারী থেকে গয়েরকাটা আসার পথেই আম্বা ব্রিজ সংলগ্ন এলাকায় আচমকাই ওই হাতি চলে আসে। হাতিটি দেখতে পেয়ে হরেকৃষ্ণ পালিয়ে যান। কিন্তু, অপরেশ সেখান থেকে পালিয়ে যেতে পারেননি। বুনো হাতিটি তাঁকে শুড়ে পেঁচিয়ে নিয়ে চলে যায়। এরপর আছাড় মেরে জঙ্গলে চলে যায়। ঘটনায় গুরুতর আহত হন তিনি। ফাঁকা সড়ক হওয়ার কারণে দীর্ঘদিন রাস্তার পাশে পড়ে থাকেন। পরবর্তীতে স্থানীয়রা এবং বনকর্মীরা তাঁকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা অপরেশ সরকারকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।

মৃত ব্যক্তির ভাইপো অর্জুন মণ্ডল জানান, তাঁরা দুজনে সাইকেলে করে সবজি নিয়ে যাচ্ছিলেন। সেই পথেই আচমকা হাতি চলে এসে হামলা করে। হাতিটি প্রথমে তাদের কাছ থেকে ১০০ মিটার দূরে ছিল। এরপর আচমকা তাদের কাছে চলে আসে। এরপর হাতিটি তাঁকে শুঁড়ে করে টেনে নিয়ে ৫০ মিটার দূরে চলে যায়। তাঁর অভিযোগ, ঘটনার পর বনদফতরকে খবর দেওয়া হলেও তারা সেখানে দেরিতে পৌঁছয়। পরে বনকর্মীরা সেখানে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়।