Subrata Bakshi: দুজনকেই বৈঠকে আসতে হবে! অর্জুন-সোমনাথ দ্বন্দ্ব মেটাতে আসরে নামলেন সুব্রত বক্সি

একদিকে সাংসদ অর্জুন সিং। অপরজন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্য়াম। গত কয়েকদিন একে অপরকে নিশানা করে তির ছুঁড়ছিলেন তাঁরা। এমনকী সংবাদমাধ্য়মের ক্যামেরার সামনে খোলা চ্যালেঞ্জও ছুঁড়ছিলেন তারা। সেই দ্বন্দ্বের পরিণতি শেষ পর্যন্ত কী হয় সেদিকেও তাকিয়েছিল গোটা বাংলা। তবে এবার সেই দ্বন্দ্ব মেটাতে বড় নির্দেশ দিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। কার্যত এই প্রকাশ্য দ্বন্দ্বের জেরে অস্বস্তি ক্রমশ বাড়ছিল। তবে এবার গোটা ঘটনায় হস্তক্ষেপ করলেন সুব্রত বক্সি।

দ্বন্দ্ব মেটাতে এবার দুজনকে নিয়ে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব। শনিবার অর্জুন ও সোমনাথকে নিয়ে বৈঠকে বসতে চলেছেন সুব্রত বক্সি। নৈহাটিতে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে জেলার শীর্ষ নেতৃত্বও থাকবেন বলে খবর। মূূলত অর্জুন সিং ও সোমনাথ শ্য়ামের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সুব্রত বক্সী।

এদিকে এর আগে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে অর্জুন সিং জানিয়েছিলেন, দলের সভাপতি সুব্রত বক্সী আমায় জানিয়েছেন, এই ধরনের যারা তৎকাল চুনোপুঁটি লোক আছে তাদের কথার উত্তর দেওয়ার দরকার নেই। কিন্তু ইতিমধ্য়েই দেখলাম একজন টেলিভিশন চ্যানেলে ভুল বার্তা দিচ্ছেন। দল নাকি আমায় সেন্সর করেছে। দলের একনিষ্ঠ কর্মী হিসাবে যে নির্দেশ দেওয়া হবে তা মেনে নেব।

সেই সঙ্গেই অর্জুন জানিয়েছিলেন, আমাকে সুব্রত বক্সি জানিয়েছেন, যাঁরা দলের শৃঙ্খলা ভঙ্গ করছেন তাদের বিরুদ্ধে দল পদক্ষেপ গ্রহণ করবে। এখানে আমার আলাদা করে বলার কিছু নেই।

আসলে অর্জুন সিংয়ের আত্মীয় পাপ্পুকে গ্রেফতার করার পর থেকেই বিধায়ক ও সাংসদের মধ্য়ে বাগযুদ্ধ চরমে ওঠে। তৃণমূল নেতা ভিকি যাদব খুনের ঘটনায় গ্রেফতার পাপ্পু। তারপর থেকেই অর্জুন সিং ও সোমনাথ শ্য়ামের মধ্য়ে দ্বন্দ্ব একেবারে চরমে ওঠে। তবে এবার সেই প্রকাশ্য়ে ঝগড়া মেটাতে আসরে নামলেন সুব্রত বক্সী। তবে এবারই প্রথম নয়, এর আগে রাজ্য়ের একাধিক জেলাতেই ঝগড়া মেটাতে নামতেন সুব্রত বক্সি। অনেকের মতে দীর্ঘদিন ধরেই সুব্রত বক্সিকে এই ভূমিকায় দেখা যায়।