Vijaykanth Death: কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত দক্ষিণী অভিনেতা-রাজনীতিবিদ বিজয়কান্ত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১

প্রয়াত দক্ষিণী তারকা অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়কান্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১। গত বেশ কয়েকদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে।

দেশীয় মুকপক্কু দ্রাবিড় কাজাঘম বা ডিএমডিকে দল প্রতিষ্ঠা করেছিলেন দক্ষিণী অভিনেতা বিজয়কান্ত। বেশ কিছু খবরে দাবি করা হচ্ছে, তামিলভূমের এই তাবড় অভিনেতা কিছুদিন ধরে ভুগছিলেন কোভিডে।  চেন্নাইতে যে হাসপাতালে তিনি ভর্তি ছিলেন সেই এমআইওটি ইন্টারন্যাশনালের তরফে জানানো হয়েছে, নিউমোনিয়ার জেরে তিনি শ্বাসকষ্টে ভুগে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। জানা যাচ্ছে, বিজয়কান্তের পার্টি জানিয়েছিল, তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন। খবর, কোভিডের জেরে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছিলেন। তার জেরেই তাঁর মৃত্যু।

(Weight Loss With Hing: ভুঁড়ি বেড়েই চলেছে? ওজন কমানোর জাদুকাঠি রয়েছে হিং-এ! এর জল পান করুন এভাবে, রইল টিপস )

( Gas Price Slash: ভোটে জিতেই গ্যাসের দাম ৫০ টাকা কমাল বিজেপি, কোন রাজ্যে এই সুবিধা?)

(Weather Winter Forecast: ভরা পৌষের ‘অকাল’ গরমের মাঝে পারদ পতনের পূর্বাভাস! ঠান্ডা ফের কবে পড়বে? রইল আবহাওয়ার খবর )

এদিকে, দেশে হু হু করে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় দেশে ৫২৯ জন আক্রান্ত হয়েছেন কোভিডে। কোভিডে জেরে মৃত্যু হয়েছে ৫ জনের। উল্লেখ্য, দেশে বর্তমানে কোভিডের জেএন. ১ এর আধিপত্য রয়েছে। যে ৩ জনের মৃত্যু কোভিডে হয়েছে, তারমধ্যে ২ জন কর্ণাটকের। ১ জন গুজরাটের। ২ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে উল্লেখ্য, এই জেএন১ কোভিড ভ্যারিয়েন্ট প্রথম কেরলে দেখা যায়। কেরলে এই ভ্যারিয়েন্ট প্রথমবার ৮ ডিসেম্বর দেখা যায়। প্রসঙ্গত, কেরল সহ একাধিক রাজ্যে হু হু করে বেড়েছে কোভিড।  

এদিকে, বর্ষবরণের আগে গোয়া সহ দেশের বিভিন্ন এলাকায় কোভিড ঘিরে ত্রাস বাড়ছে। অন্যদিকে, মহারাষ্ট্রে কোভিডের জেরে প্রথমের দিকে সেভাবে বড় প্রভাব না পড়লেও, সদ্য ৩ জনের মৃত্যু ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। সদ্য বুধবার সেরাজ্যে ৮৭ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে কোভিড ঘিরে দেশে বাড়ছে ত্রাস।

 

 

 

 

 

 

 

 

(বিস্তারিত আসছ )