জনপ্রতিনিধি হলে যে ১০টি কাজ করবো আমি

খুলনা-৩ আসনে প্রথমবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। তিনি এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের আস্থা অর্জনে নিজ এলাকায় বিভিন্ন উন্নয়নকাজের প্রতিশ্রুতি দিচ্ছেন। এর অংশ হিসেবে দলীয় ইশতেহারের পাশাপাশি ১০টি কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন এস এম কামাল। জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী নৌকার এই প্রার্থী।

তার ১০টি প্রতিশ্রুতি হলো—

১) খুলনা হবে নিরাপদ ও বাসযোগ্য আধুনিক শহর।

২) থাকবে না মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু ও জঙ্গি।

৩) যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং অবকাঠামো নির্মাণ।

৪) এলাকার উন্নয়নে বড় প্রকল্প গ্রহণ।

৫) বেকারত্ব নিরসনে স্থাপিত হবে শিল্পকারখানা।

৬) চালু হবে বন্ধ হওয়া শিল্পকারখানা।

৭) নির্বাচনি এলাকা হবে শান্তিপূর্ণ এবং গ্রুপিংমুক্ত।

৮) তরুণ-তরুণীদের কর্মসংস্থান নিশ্চিতকরণ।

৯) কৃষক-শ্রমিকদের উন্নয়নে প্রকল্প গ্রহণ।

১০) প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ।

খুলনা-৩ আসনটি মূলত খালিশপুর-দৌলতপুর ও খানজাহান আলী এলাকা নিয়ে গঠিত, রাজনীতির শুরু থেকে এসব এলাকার প্রত্যেক ঘরে গিয়েছি জানিয়ে এস এম কামাল বলেন, ‘ছাত্রজীবন থেকে রাজনীতি করছি। খালিশপুর-দৌলতপুর ও খানজাহান আলী এলাকার প্রত্যেকের ঘরে ঘরে গিয়েছি, কখনও ভোটের জন্য, কখনও মানুষের উপকারের জন্য, কখনও দলের নেতাকর্মীর জন্য। এসব এলাকার প্রতিটি ঘর আমার চেনা, মানুষগুলো পরিচিত এবং আত্মীয়ের মতো। এটি শ্রমিক-অধ্যুষিত এলাকা। বেশিরভাগ শ্রমিকের সঙ্গে আমার সম্পর্ক আছে। কাজেই শ্রমিকবান্ধব এমপি হতে চাই। যাতে শ্রমিকদের মধ্যে আগামীতে কোনও ধরনের ক্ষোভের সঞ্চার না হয়। এজন্য সব ধরনের পদক্ষেপ নেবো। যে বিশ্বাস আর আস্থা রেখে শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন, আমিও সে বিশ্বাস এবং আস্থার যথাযথ মূল্যায়ন করবো।’