IND Vs SA Test Series: Injured Temba Bavuma Ruled Out Of Cape Town Test

সেঞ্চুরিয়ন: ভারতের বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট ম্যাচেও তিনি বেশিরভাগ সময় কাটিয়েছেন মাঠের বাইরে (IND vs SA)। হ্যামস্ট্রিংয়ে চোট লাগায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ব্যাট করতে পারেননি। এবার দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গেলেন তেম্বা বাভুমা (Tzemba Bavuma)। তাঁর পরিবর্তে কেপ টাউনে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন ডিন এলগার। যিনি এক সময় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ছিলেন। সেঞ্চুরিয়নে ব্য়াট হাতেও ছিলেন দুরন্ত ছন্দে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচের সেরাও হন এলগার।

বাভুমার পরিবর্ত হিসাবে জুবেইর হামজাকে দ্বিতীয় টেস্টের জন্য দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে টেস্টের প্রথম দিন ফিল্ডিং করার সময় একটি বল আটকাতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান বাভুমা। তিনি ব্যাট করতেও নামেননি। ৯ উইকেট পড়তেই তাই অল আউট ঘোষণা করা হয় দক্ষিণ আফ্রিকাকে। তাতে অবশ্য ম্যাচ জিততে সমস্যা হয়নি প্রোটিয়াদের।

ভারতের ৩১ বছরের অপেক্ষা আরও দীর্ঘায়িত হল। চলতি সফরেও দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জেতা হচ্ছে না ভারতের (IND vs SA)। যা নিশ্চিত হয়ে গেল তিনদিনের মধ্যে ইনিংস ও ৩২ রানে ভারতের পরাজয়ের পরই। টিম ইন্ডিয়ার (Team India) সামনে এখন সিরিজ বাঁচানোই কঠিন।

বিরাট পরাজয়ের পরই আত্মসমালোচনায় বসলেন রোহিত শর্মা (Rohit Sharma)। বললেন, ‘আমরা জেতার মতো খেলিনি। প্রথমে ব্যাট করতে নেমে কে এল ভাল খেলে। ওর জন্যই ওই স্কোরে পৌঁছতে পেরেছিলাম। তবে বল হাতে পরিবেশ কাজে লাগাতে পারিনি। তারপর ব্যাট হাতেও পারফর্ম করতে পারলাম না। টেস্ট ম্যাচ জিততে হলে দলগতভাবে ভাল খেলতে হবে। সেটা করতে পারিনি আমরা।’

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জার হারের পর রোহিত বলেছেন, ‘ছেলেরা আগেও এখানে খেলে গিয়েছে। কী হতে পারে সেটা আমরা জানি। প্রত্যেকেরই নিজস্ব পরিকল্পনা রয়েছে। আমাদের ব্যাটারদের পরীক্ষার মুখে ফেলা হয় আর পরিস্থিতির সঙ্গে আমরা মানিয়ে নিতে পারিনি। এটা বাউন্ডারি মারার মতো মাঠ। ওরাও অনেক চার মেরেছে। তবে প্রতিপক্ষকে বুঝতে হবে, ওদের শক্তির দিকটা বিবেচনা করতে হবে।’

ইতিবাচক কিছু দেখতে পাচ্ছেন? রোহিত বলছেন, ‘দুই ইনিংসেই আমরা ব্যাট করতে পারিনি। সেই জন্যই এখানে দাঁড়িয়ে রয়েছি। তিনদিনের মধ্যে ম্যাচ শেষ হয়ে যাওয়ায় ইতিবাচক কিছুই খুঁজে পাচ্ছি না।’ যোগ করেছেন, ‘তবে কে এল দেখিয়ে দিয়েছে এই ধরনের পিচে কীভাবে ব্যাটিং করতে হয়। আমাদের বোলারদের অনেকেই এর আগে এখানে আসেনি। তাই খুব বেশি সমালোচনা করব না। এবার ফের গুছিয়ে নেওয়াটাই গুরুত্বপূর্ণ। ক্রীড়াবিদ হিসাবে এরকম সময় আসে। পরের টেস্টের জন্য আমাদের তৈরি হতে হবে।’

আরও পড়ুন: লিফটে আটকে আম্পায়ার, বন্ধ থাকল ম্যাচ! বক্সিং ডে টেস্টে অভূতপূর্ব ঘটনা