নৌকাকে বিজয়ী করতে ভোট প্রার্থনা করলেন গৌরীপুরের জন প্রতিনিধিগণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮ ময়মনসিংহ-৩ (গৌরীপুর)আসনে  আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি’র নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেছেন গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। শুক্রবার (২৯ডিসেম্বর/২৩)গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ভোট প্রার্থনা করেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, ২নং গৌরীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হযরত আলী, ৪নং মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল ফারুক, ৫ নং সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন কাদের রুবেল,৮,ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম ৯ নং ভাংনামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নেজামুল হক সরকার, পৌরসভার প্যানেল মেয়র-২ নাজিম উদ্দিন, প্যানেল মেয়র-২ দিলুয়ারা আক্তার দিলু প্রমুখ।

জনপ্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের যে ধারাবাহিকতা সেখান থেকে গৌরীপুর অনেক পিছিয়ে আছে। যোগ্য নেতৃত্বের অভাবেই মূলত এ পশ্চাৎপদের কারণ। প্রধান মন্ত্রীর সাবেক বিশেষ সহকারী মাহবুবুল আলম শাকিল’র স্ত্রী এডভোকেট নিলুফার আনজুম পপি প্রধানমন্ত্রীর আস্থাভাজন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে গৌরীপুরের ব্যাপক উন্নয়ন হবে। তাই নৌকাকে বিজয়ী করতে তাঁরা একতাবদ্ধ হয়ে কাজ করছেন। 



আশরাফুল/সা.এ.