Manik Sarkar on Election: ‘জোটে জল ঢেলে দেবেন না,’ প্রধানমন্ত্রীর মুখ প্রসঙ্গে মমতাকে নিশানা মানিক সরকারের

ইন্ডিয়া জোটের বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে কংগ্রেস সভাপতি খাড়্গের নাম প্রস্তাব করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভাবে ভোটের আগে কারও নাম প্রস্তাব করে দেওয়া আসলে ‘জোটে জল ঢেলে দেওয়া’। রাজ্যে এক অনুষ্ঠানে এসে এ প্রসঙ্গে দলের লাইনকেই স্পষ্ট করে গেলেন সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

বর্ধমানে নিরুপম সেনের স্মরণ সভায় বক্তব্য রাখছিলেন মানিক সরকার। তিনি বলেন, ‘কিসের প্রধানমন্ত্রীর মুখ? আমরাই তো ঠিক করেছি আগে ভোট হোক। আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করি। তারপর আমরা সবাই মিলে বসে প্রধানমন্ত্রী ঠিক করব, তাহলে এই প্রশ্নটা এখানে আসছে কেন? কী হচ্ছে এটা? এটা ঠিক নয়। জল ঢেলে দেওয়ার চেষ্টা করবেন না (জোটে)।’

(পড়ুন। তৃণমূলের সঙ্গে জোট হল কি না হল তাতে কিছু যায় আসে না: অধীর)

বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘ইন্ডিয়া জোটের মিটিং চলাকালীন হঠাৎ করে কোনও একজন নেত্রী বললেন, আমাদের প্রধানমন্ত্রীর মুখটা আজকে ঠিক করে ফেলা দরকার, বলে প্রধানমন্ত্রী নাম হিসেবে খাড়্গের নাম প্রস্তাব করে দিলেন। তাঁর পরিচয় হচ্ছে তিনি দলিত অংশের লোক। ভালই হবে। ভারতবর্ষের কোনও প্রধানমন্ত্রী দলিত সম্প্রদায় থেকে হয়নি। কিন্তু খাড়্গে বললেন, আমি দলিত অংশের মানুষ হতে পারি, কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডে আমি এই আইডেন্টিটি নিয়ে যাই না এটা আমার ব্যক্তিগত। তাই আমি সমস্ত অংশের মানুষের জন্য কাজ করছি এইভাবে আমাকে দেখা ঠিক নয়।’

বাম নেতার কথায়, জোট তৈরি করা যেমন একটা লড়াই, তেমনি জোটে এক জায়গায় ধরে রাখাও একটা শক্ত কাজ। তিনি বলেন, ২৮ জনকে একটা জায়গায় আনা এটা যেমন লড়াইয়ের প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা জায়গায় এসেছে, তেমনি ২৮ জনকে একটা জায়গায় রাখা এটাও একটা লড়াই।’