No New Year celebration in Pakistan: পাকিস্তানে এবার নববর্ষ পালন হবে না, কারণটা জানেন?

আর কয়েকদিন পর নতুন বছরের আনন্দে মেতে উঠবে গোটা বিশ্ব। তবে পাকিস্তানে এ বছর পালিত হবে না নববর্ষ। পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার দেশটিতে এবার নববর্ষ পালনের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছেন। তিনি বলেছেন, এ বছর পাকিস্তানে নববর্ষ উদযাপন নিষিদ্ধ করা হয়েছে। প্যালেস্টাইনের জনগণের প্রতি সমবেদনা জানানোর জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাকিস্তান প্রথম থেকেই তাদের সমর্থন করে। এই কারণে পাকিস্তান ইজরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি।

আরও পড়ুন: হ্যাপি নিউ ইয়ার উইশ করুন প্রিয়জনদের! পাঠিয়ে দিন ২০২৪ সালের শুভেচ্ছাবার্তা

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক জাতির উদ্দেশে এক ভাষণে বলেছেন, ‘প্যালেস্টাইনের গুরুতর উদ্বেগজনক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ওই দেশের ভাই ও বোনদের প্রতি সহানুভূতি জানানোর জন্য সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি প্যালেস্টাইনের সঙ্গে সহানুভূতি প্রদর্শন এবং নববর্ষে সংযম ও নম্রতা প্রদর্শনের জন্য জাতির প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, যে ইজরায়েলের সামরিক বাহিনী হিংসা ও অন্যায়ের সমস্ত সীমা অতিক্রম করেছে। উল্লেখ্য, ৭ অক্টোবর থেকে ইজরায়েলের বোমাবর্ষণ শুরু হওয়ার পর থেকে প্রায় ৯,০০০ শিশু নিহত হয়েছে। তিনি বলেন, ইজরায়েলি সেনাবাহিনী এখন পর্যন্ত ২১ হাজারের বেশি প্যালেস্টাইনের বাসিন্দা হত্যা করেছে, বলে দাবি হামাসের। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, যুদ্ধ শুরুর পর থেকে ২০ হাজারের বেশি প্যালেস্টাইন বাসিন্দা নিহত হয়েছে। যার মধ্যে বেশিরভাগ হল মহিলা ও শিশু। এছাড়া ঘরছাড়া হয়েছেন ২৩ লক্ষের বেশি মানুষ।কাকার জানান, পাকিস্তান প্যালেস্টাইনে দুটি সাহায্য প্যাকেজ পাঠিয়েছে। তৃতীয় সাহায্য প্যাকেজ পাঠানো হবে।

প্রসঙ্গত, পাকিস্তানে নববর্ষ উদযাপন খুব বিশালভাবে হয় না। কারণ এখানে ইসলামিক দলগুলি বিভিন্নভাবে এই উৎসবে বাধা দেওয়ার চেষ্টা করে। যদিও নববর্ষ নিষিদ্ধ করা নিয়ে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত পুরোপুরি রাজনৈতিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হবে। এমন পরিস্থিতিতে ধর্মের নামে ক্ষমতাসীন জোট প্যালেস্টাইনের প্রতি সহানুভূতি দেখিয়ে সেক্ষেত্রে ভোট পাওয়ার চেষ্টা করছে বলে মনে করছে রাজনৈতিক মহল।