North 24 Parganas:বালুহীন বারাসতে দল পরিচালনায় বীরভূমের মতো কোর কমিটি গড়লেন মমতা

রেশন দুর্নীতিতে জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আশা ছেড়ে লোকসভা ভোটের জন্য উত্তর ২৪ পরগনায় দল গোছানো শুরু করে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার চাকলায় দলীয় কর্মিসভা থেকে উত্তর ২৪ পরগনার কোর কমিটি ঘোষণা করলেন তিনি। তবে নির্বাচনে ব্যস্ত থাকায় কোর কমিটিতে কোনও সাংসদকে রাখা হয়নি বলে জানিয়েছেন তিনি। কমিটি গঠন করে প্রতিটি সাংগঠনিক জেলার দায়িত্বও এক একজন নেতাকে বুঝিয়ে দিয়েছেন তিনি।

এদিন মমতা বলেন, নির্মল ঘোষকে সভাপতি করে আমি উত্তর ২৪ পরগনার জন্য কোর কমিটি গঠন করে দিয়ে যাচ্ছি। এই কমিটি আমাকে ১০ দিন অন্তর রিপোর্ট দেবে। কমিটিতে থাকবেন, ব্রাত্য বসু, শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, তাপস রায়, নারায়ণ গোস্বামী, বীণা মণ্ডল, নুরুল ইসলাম, বিশ্বজিৎ দাস, মমতাবালা ঠাকুর, গোপাল শেঠ, সুরজিত বিশ্বাস, সুকুমার মাহাতো, রফিকুল ইসমাল মণ্ডল, তাপস দাসগুপ্ত, রফিকুর রহমান, গোবিন্দ দাস।

এর পর প্রতিটি সাংগঠনিক জেলার দায়িত্ব ভাগ করে দেন মমতা। দমদম ও বসিরহাট সুজিতকে, বারাকপুর পার্থ ভৌমিককে ও বারাসতের দায়িত্ব নারায়ণ গোস্বামীকে দেন তিনি।

এর আগে অনুব্রতহীন বীরভূমে দল পরিচালনায় কোর কমিটি গড়েছিলেন মমতা। এর পর উত্তর ২৪ পরগনাতেও তিনি সেই পথে এগোতে বিজেপির কটাক্ষ, ভোট না করিয়ে প্রশাসক ও জেলা সভাপতি গ্রেফতার হলে কোর কমিটিই এখন মডেল তৃণমূলের।