Old Age Pension: বয়স ৫০ ছুঁলেই মিলবে পেনশন, এই রাজ্যে বড় ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী

মঞ্জিরী চিত্রে

সাধারণত ৬০ বছর বয়সেই পেনশন পাওয়া যায়। তবে ঝাড়খণ্ড সরকার আদিবাসী ও দলিতদের জন্য পেনশন পাওয়ার বয়স ৬০ থেকে কমিয়ে ৫০ করে দিল। বড় ঘোষণা করলেন ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেন।

তিনি জানিয়েছেন, ২০০০ সালে ঝাড়খণ্ড তৈরি হওয়ার পর থেকে মাত্র ১৬ লাখ মানুষ ২০ বছরে পেনশনের সুবিধা পেয়েছেন। আর তাঁর সরকার ৩৬ লাখ মানুষকে পেনশনের সুবিধা দিয়েছেন। বিশেষত যারা ৬০ বছরের উপরে বয়স তাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে।

হেমন্ত সোরেন ঝাড়খণ্ড মুক্তিমোর্চা সরকারের চারবছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে এই উদ্য়োগ নিয়েছে। তিনি জানিয়েছেন, ৫০ বছরে পা দিলেই এবার থেকে দলিত ও আদিবাসীদের জন্য় পেনশনের ব্যবস্থা থাকবে। তাঁদের মধ্য়ে মৃত্যুর হার বেশি। আর ৬০ বছরের পরে তাঁরা আর কাজ জোগাড়় করতে পারেন না।

ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, ৬০ বছরের উপরে যাদের বয়স এমন ৩৬ লাখ মানুষকে আমরা পেনশনের সুবিধা দিয়েছি। ১৮ বছরের উপরে বিধবাদেরও আমরা পেনশন দিয়ে থাকি। শারীরিক বিশেষভাবে সক্ষমদের জন্য়ও আমরা পেনশনের ব্যবস্থা করে থাকি।

সেই সঙ্গেই ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, তাঁর সরকার মানুষের জন্য় নিরন্তর কাজ করে যাচ্ছে। বিরাট সব প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আপকি যোজনা, আপকি সরকার, আপকে দ্বার নামে বিশেষ সরকারি প্রকল্পও করা হয়েছে। সাধারণ মানুষের দরজায় সরকারি প্রকল্পের সুবিধাকে পৌঁছে দেওয়া হয়।

এদিকে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ঝাড়খণ্ড সরকার রূপান্তরকামীদের তাদের পেনশন স্কিমে নিয়ে আসার ব্যবস্থা করেছে। তাদের সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য় এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মহিলা, শিশু কল্যাণ ও সামাজিক সুরক্ষা বিষয়ক দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, রূপান্তরকামীদের ডেপুটি কমিশনারের অফিস থেকে একটা সার্টিফিকেটের প্রয়োজন হয়। তার মাধ্যমেই পেনশনের স্কিমের আওতায় তিনি অন্তর্ভুক্ত হতে পারেন।