Sikkim-Nathula Tour: বৈধ পারমিট ছাড়া নাথুলায় যাবেন না, বড় ঝামেলায় পড়তে পারেন, কড়া পদক্ষেপ সিকিমের

বৈধ পারমিট ছাড়াই নাথুলায় গাড়ি প্রবেশের অভিযোগ। একেবারে সীমান্ত পর্যন্ত সেই গাড়ি চলে যাচ্ছে বলে খবর। আর এই অভিযোগকে কেন্দ্র করে একেবারে হইচই পড়ে গিয়েছে। কারণ সিকিমের নাথুলায় বৈধ পারমিট ছাড়া একেবারে সীমান্ত পর্যন্ত গাড়ি চলে গেলে জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বড় প্রশ্ন ওঠে। সেকারণেই বৃহস্পতিবার স্বরাষ্ট্র দফতরের তরফে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। সিকিম পর্যটন দফতর জানিয়ে দিয়েছে, নাথুলায় যদি বৈধ পারমিট ছাড়া কোনও গাড়ি ধরা পড়ে তবে আইন মেনে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সিকিম পর্যটন দফতর এনিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে বলে খবর। 

সমস্যাটা ঠিক কী হচ্ছে?

চিন সীমান্তে থাকা নাথুলা জাতীয় সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। পর্যটন দফতর এই পারমিট দিয়ে থাকে। সেই পারমিট নিয়েই গাড়িগুলিকে নাথুলা পর্যন্ত যেতে হয়। সরকারি পর্যটন দফতর ছাড়া অন্য কোনও ট্রাভেল এজেন্সি বা ট্যুর অপারেটরের এই পারমিট দেওয়ার অধিকার নেই। কিন্তু এখানেই এক অসাধু চক্র কাজ করছে বলে অভিযোগ। 

নাথুলায় প্রতিদিন ৫০০ গাড়িকে পারমিট দেওয়ার সরকারি নিয়ম রয়েছে। মাথাপিছু এজন্য ২৫০ টাকা করে দিতে হয়। তারপর গাড়িগুলিকে নাথুলা যাওয়ার পারমিট দেওয়া হয়। কিন্তু একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে ৫০০র বেশি গাড়ি নাথুলায় রয়েছে। সেক্ষেত্রে বাকি গাড়ি এল কীভাবে। তবে এবার সিকিম সরকার সিদ্ধান্ত নিয়েছে, যে কোনও সময় সারপ্রাইজ ভিজিট করা হবে। সেক্ষেত্রে কোথাও অনিয়ম ধরা পড়়লে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। বড় জরিমানাও করা হতে পারে। সেকারণে পর্যটকদের কাছেও অনুরোধ করা হয়েছে সকলেই যাতে বৈধ পারমিট নিয়েই নাথুলায় যান। 

সূত্রের খবর নাথুলায় গাড়ি নিয়ে যেতে হলে নির্দিষ্ট পারমিট থাকা দরকার। কারণ নাথুলা সীমান্ত জাতীয় সুরক্ষার  দিকে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু একশ্রেণির অসাধু চক্র মোটা টাকা নিয়ে বেআইনিভাবে নাথুলা সীমান্ত পর্যন্ত গাড়ি পাঠিয়ে দিচ্ছে বলে খবর।