নথি জাল করে বিঘার পর বিঘা জমি বিক্রির অভিযোগ, সোনারপুরে প্রতারিত প্রায় ৭০০

বিস্তীর্ণ চাষের জমিতে গড়ে উঠছে উপনগরী। বারুইপুর আমতলা রোডের ধারে স্বর্ণভূমি নামে সেই উপনগরী যাদের জমির ওপর গড়ে উঠছে তাঁরা জানেনই না তাঁদের জমি বিক্রি হয়ে গিয়েছে। শুক্রবার বাড়িতে ভূমি ও ভূমিরাজস্ব দফতরের নোটিশ পৌঁছনে টনক নড়ে সবার। প্রতারণার অভিযোগে ওই প্রকল্পের কর্ণধার রেজাউল সরদারসহ ৩ জনকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। জমি ফেরতের দাবিতে সোচ্চার হয়েছেন জমির মালিকরা।

জমির মালিকদের দাবি, আধার কার্ড, সই, ছবি ও ডেথ সার্টিফিকেট জাল করে মালিকের অজান্তেই বিক্রি হয়ে গিয়েছে জমি। স্বর্ণভূমি প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার আড়ালে এই কাজ করেছে রেজাউল সরদার। জমি ফেরতের দাবিতে শনিবার স্থানীয়লাঙ্গলবেড়িয়া পঞ্চায়েতের সামনে জড়ো হন পূর্ণপদ মণ্ডল, রঞ্জন শূর, মেনকা নস্কর, রণজিৎ মণ্ডলরা। কেউ বলেন, আমার আধার কার্ড ও সই জাল করে জমি বিক্রি করে দিয়েছে। কারও আবার দাবি, মৃত বাবার ডেথ সার্টিফিকেট ও পরচা জাল করে জমি বিক্রি হয়ে গিয়েছে। অথচ সেকথা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। সোনারপুর – বারুইপুর এলাকার প্রায় ৭০০ জনের জমি এভাবে বিক্রি করে দেওয়া হয়েছে বলে দাবি তাদের।

মেনকা নস্কর নামে এক মহিলা জানান, আমি চার সন্তানের জননী। স্বামী প্রয়াত। এই জমির ওপরে ভরসা করেই আমার সংসার চলে। হঠাৎ দেখি আমার জমির সব পেয়ারা গাছ কেটে দিল। তার পর জমির ওপর দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। জমির দিকে গেলেই মারধর করত।

এদিন পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে জমি ফেরতের দাবিতে সরব হন প্রতারিতরা। সঙ্গে রেজাউলের কঠিন সাজা দাবি করেছেন তাঁরা।