Chaos in Reserved Coach of train: পকেটে কনফার্মড টিকিট, তবে তাঁর আসনে বসে টিকিটহীন গর্ভবতী মহিলা! কী করলেন রেলযাত্রী?

সাম্প্রতিক সময়ে একাধিক ঘটনা সামনে এসেছে যেখানে দূরপাল্লার ট্রেনে বিনা বৈধ টিকিটে অনেককেই উঠে পড়তে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ঘটনার ভিডিয়ো এবং ছবি ভাইরাল হয়েছে। এমনই আরও একটি ঘটনা সম্প্রতি সামনে এসেছে। তাতে দাবি করা হয়েছে, কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট যাত্রীকে দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়েছিল। এবং তাঁর জন্য সংরক্ষিত আসনে বসে অন্য কেউ ভ্রমণ করেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ আভাস কুমার শ্রীবাস্তব নামে এক ব্যক্তি এই চাঞ্চল্যকর অভিযোগ করেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন আভাস। (আরও পড়ুন: দশম শ্রেণির ছাত্রের সঙ্গে ‘রোম্যান্টিক শুট’, শিক্ষিকা বললেন, ‘আমাদের সম্পর্ক…’)

আরও পড়ুন: ‘স্তন কেটে নিয়ে তা দিয়ে বলের মত খেলছিল… চলছিল ধর্ষণ’, প্রকাশ্যে হামাসের বিভীষিকা

সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে রাউরকেলা ইন্টারসিটি ট্রেনে। প্রথমত, ভিড় কামরায় নিজের আসন পর্যন্ত যেতেই অনেক সমস্যার মুখে পড়তে হয় বলে জানান আভাস শ্রীবাস্তব। এরপর নিজের আসনে গিয়ে আভাস দেখতে পান, একজন গর্ভবতী মহিলা তাঁর জন্য সংরক্ষিত আসনে বসে আছেন। এই আবে সেই মহিলাকে আসন থেকে উঠতে না বলে তিনি যাত্রার পুরো দুই ঘণ্টা দাঁড়িয়ে ভ্রমণ করেন বলে দাবি করেছেন আভাস। আভাস জানান, তিনি ২এস কোচে সংরক্ষিত আসনের টিকিট কেটেছিলেন। তবে কামরায় এত টিকিটবিহীন যাত্রী ছিলেন যে তাঁর মনে হয় তিনি জেনারেল কামরায় ভ্রমণ করছেন। (আরও পড়ুন: মালদা থেকে কতক্ষণে বেঙ্গালুরু পৌঁছবে অমৃত ভারত? থামবে বাংলার কোন কোন স্টেশনে?)

আরও পড়ুন: ভোটের আগে মিলবে উপহার, পেট্রোলের দাম কমাতে এক পা বাড়িয়ে রেখেছে সরকার!

আভাসের সেই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই আবহে অনের নেটিজেন কটাক্ষের সুরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং আইআরসিটিসি-কে ‘ধন্যবাদ’ জানিয়েছেন এই পরিস্থিতির জন্য। ভাইরাল পোস্টে আভাস লেখেন, ‘যাত্রার চারদিন আগে আমি আমার আসন সংরক্ষিত করেছিলাম। কিন্তু কামরায় উঠে দেখি আমার আসন পর্যন্ত পৌঁছানো প্রায় অসম্ভব। কামরায় এক ভিড় ছিল। প্যাসেজে মানুষ দাঁড়িয়ে, বসেছিল। কেউ জায়গা ছাড়তে নারাজ। এগোনোর জায়গাও ছিল না। অনেক কষ্ট করে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আমি আমার জন্য বরাদ্দ ৬৪ নম্বর আসনে গিয়ে পৌঁছাই। সেখানে গিয়ে দেখি আমার আসনে একজন গর্ভবতী মহিলা বসে। এই আবহে আমি সেখান থেকে বেরিয়ে আসি এবং কামরার গেটে গিয়ে দাঁড়াই। দুই ঘণ্টা সেভাবেই ভ্রমণ করি। কনফার্মড টিকিট থাকা সত্ত্বেও গোটা যাত্রা আমাকে দাঁড়িয়ে থাকতে হয়। এই অভিজ্ঞতার জন্য রেলকে ধন্যবাদ।’ এই পোস্টের সঙ্গে আভাস একটি ট্রেনের কামরার ছবি পোস্ট করেন যেখানে কামরা পুরো ভিড়ে ঠাসা।