Letter of Mamata Banerjee: ‘আমরা যেভাবে তোমাদের কথা ভেবেছি…’ নতুন বছরে পড়ুয়াদের চিঠি দিলেন মমতা

নতুন বছর আসতে আর দেরি নেই। আর সেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে পড়ুয়াদের চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শুক্রবার পড়ুয়াদের চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্য়ায় শুক্রবার চিঠিতে লিখেছেন, আমার ধারণা আমরা যেভাবে তোমাদের কথা ভেবেছি সেভাবে আগে কখনও ভাবা হয়নি। সেই সঙ্গেই পড়ুয়াদের কল্যাণে রাজ্য সরকার কী কী ব্যবস্থা নিয়েছে তা ফলাও করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্য়মন্ত্রী লিখেছেন, তোমাদের স্বার্থ সুরক্ষিত রাখতে আমরা সবসময় আন্তরিক। মুখ্যমন্ত্রী জানিয়েছে, সকলকে সর্বজগৎকে শুভকামনা জানাচ্ছি। ১ থেকে ৭ জানুয়ারি স্টুডেন্ট উইক। ১ জানুয়ারি মা মাটি মানুষের দলের জন্মদিন।

আসলে ক্ষমতায় আসার পর থেকেই নতুন প্রজন্মের মন জয়ের জন্য তৃণমূল কার্যত ঝাঁপিয়ে পড়েছিল। এছাড়াও পড়ুয়াদের জন্য় একের পর এক ক্ষেত্রে বিরাট পদক্ষেপ নেয় রাজ্য সরকার। কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রশংসা পেয়েছে। সেই সঙ্গে সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে হাজার হাজার পড়ুয়া।

অনেকের মতে, একটা সময় ছিল যখন গরিব ঘরের ছেলেমেয়েরা উচ্চশিক্ষার ক্ষেত্রে কীভাবে এগিয়ে যাবে ভেবে কূল কিনারা পেত না। কারণ গরীব ঘরের মেধাবী ছাত্রছাত্রীদের কাছে অন্য়তম বড় অন্তরায় ছিল টাকা পয়সা না থাকা। মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিতেন অনেকেই। তবে সেসব দিন আজ অতীত। বর্তমানে বিবেকানন্দ মেরিট স্কলারশিপের মাধ্য়মে প্রচুর মেধাবী ছাত্রছাত্রী উপকৃত হচ্ছে।

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্য়মে প্রচুর পড়ুয়া আগামী দিনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দিশা পেয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী সেই সব প্রকল্পের কথাও উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, পডুয়াদের কথা বর্তমান রাজ্য সরকার যেভাবে ভেবেছে তাতে শিক্ষায় কোনও বাধা থাকবে না। এমনভাবে আর কোনও সরকার কখনও ভাবেনি। আগামীদিনেও পড়ুয়াদের জন্য রাজ্য সরকার নতুন নতুন প্রকল্প আনবেন বলে কথা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মমতার এই শুভেচ্ছাবার্তা পাঠানো হচ্ছে। এক পাতার একটি চিঠি। শুরুতেই লেখা হয়েছে, প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা নতুন বছরের শুরুতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি…এরপরই রাজ্য সরকার পড়ুয়াদের স্বার্থে ঠিক কী ধরনের প্রকল্প হাতে নিয়ে, কী পরিকল্পনা রয়েছে আগামী দিনে সেসবই তুলে ধরা হয়েছে।