Nagerbazar Flyover: রাত হলেই বন্ধ রাখা হচ্ছে নাগেরবাজার উড়ালপুল, ২৪ ঘণ্টা চালুর দাবিতে মামলা

উত্তর কলকাতায় অন্যতম যোগাযোগের মাধ্যম হল নাগেরবাজার উড়ালপুল। সাধারণত নাগেরবাজার এলাকায় ব্যাপক যানজট হয়। তাই যানজট নিয়ন্ত্রণে সেখানে নগেরবাজার উড়ালপুল চালু করেছিল সরকার। কিন্তু, এই উড়ালপুল চালু করা হলেও প্রতিদিন রাত ১০ টার পরে বন্ধ থাকে। তারফলে চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে রোগী পরিবারকে। এই সমস্যার সমাধানে ২৪ ঘণ্টা নাগেরবাজার উড়ালপুল খুলে রাখার আর্জি জানিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

আরও পড়ুন: যানজট, বেপরোয়া গাড়ি রুখতে মা উড়ালপুলে মোতায়েন করা হবে ১০ জন পুলিশ

অভিযোগ, এই উড়ালপুল বন্ধ থাকার ফলে শুধু উত্তর ২৪ পরগনায় নয়, নদিয়ার রোগীরাও চরম সমস্যার পথে পড়ছেন। সে ক্ষেত্রে যেমন যানজটের সমস্যায় পড়তে হচ্ছে তেমনি এরফলে তাদের বেশি পথ অতিক্রম করতে হচ্ছে বলে অভিযোগ। তাদের বক্তব্য, প্রতিদিন রাত ১০টা থেকে সকাল পর্যন্ত নাগেরবাজার উড়ালপুল বন্ধ থাকছে। ফলে এই সময়ে উড়ালপুল ব্যবহার করা যাচ্ছে না। এমনকী অ্যাম্বুলেন্স বা জরুরি পরিষেবার ক্ষেত্রেও উড়ালপুলে গাড়ি উঠতে দেওয়া হচ্ছে না। বাসিন্দাদের অভিযোগ, মা উড়ালপুল থেকে শুরু করে কলকাতার অন্যান্য উড়ালপুল রাতে খোলা থাকে। কিন্তু, শুধুমাত্র নাগেরবজার উড়ালপুল বন্ধ করে রাখা হচ্ছে। ফলে চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে তাদের। এই উড়ালপুল ধরে যেখানে গন্তব্যস্থলে ১০ মিনিটে পৌঁছে যাওয়া সম্ভব সেখানে উড়ালপুল বন্ধ থাকলে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগছে বলে অভিযোগ। তাই তাদের দাবি, অবিলম্বে উড়ালপুলটি গাড়ির জন্য খুলে দেওয়া হোক। আগামী জানুয়ারিতে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

যদিও নাগেরবাজার উড়ালপুল কেন বন্ধ রাখা হয়? সেপ্রসঙ্গে আলাদা যুক্তি দিচ্ছে বারাকপুর ট্রাফিক পুলিশ। তাদের বক্তব্য, রাতের দিকে বাইক রেসিং থেকে শুরু করে চার চাকা গাড়িও রেসিং করে। এর ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কয়েকগুনে বেড়ে যায়। এর জন্য বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটেছে। তাই দুর্ঘটনা এড়াতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। রাত ১০টার পর উড়ালপুল বন্ধ রাখা হয়। যদিও স্থানীয়দের বক্তব্য, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হলে পুলিশি নজরদারি বাড়িয়ে উড়ালপুল খুলে রাখা উচিত। তাহলে এই ধরনের ঘটনা ঘটবে না বলে দাবি স্থানীয়দের।