Rohit’s Dismal Record In South Africa Raises Concerns Ahead Of Second Test Get To Know

কেপটাউন: প্রথম টেস্টে ইনিংস ও ৩২ রানে হারতে হয়েছিল ভারতকে। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন এবারও অধরা রয়ে গেল। আর সবচেয়ে বড় কথা প্রথম টেস্টে ভারতীয় ব্য়াটিং অর্ডারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সবচেয়ে আলোচ্য বিষয় অধিনায়ক রোহিত শর্মার প্রোটিয়া ভূমিতে ব্যাটিং রেকর্ড। দ্বিতীয় টেস্টের আগে যা চিন্তার কারণ ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে। 

দক্ষিণ আফ্রিকার মাটিতে রোহিত এখনও পর্যন্ত এই সিরিজের আগে মোট ৪টি টেস্টে খেলেছেন এখনও পর্যন্ত রোহিত। মোট ১৫.৩৭ গড়ে ব্যাটিং করেছেন হিটম্যান। চলতি সিরিজের প্রথম টেস্টের ২ ইনিংসে রোহিতের ব্য়াট থেকে এসেছে যথাক্রমে ৫ ও ০ রান। ১০ ইনিংসে এখনও পর্যন্ত  ১২.৮০ গড়ে ১২৮ রান করেছেন। ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৪৭ করেছেন। এই পরস্থিতিতে রোহিতের বদলে বিরাটকেই টেস্টে অধিনায়ক হিসেবে দেখার দাবি তুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এস বদ্রীনাথও। নিজের ইউটিউবে তিনি বলেছেন, ”বিরাট কেন এই দলটার টেস্টে অধিনায়ক না, আমি জানি না। আমি এই প্রশ্নটা তুলতে চাই। বিরাট অনেক ভাল টেস্ট ব্যাটার। বিরাট ও রোহিতের তুলনাই আসে না। বিরাট টেস্টে গোটা বিশ্বব্যাপী প্রচুর রান করেছে। আর রোহিত তো এখনও দেশের বাইরে ওপেনার হিসেবে নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেনি।”

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় ব্যাটিং লাইন আপ। ইনিংস এবং ৩২ রানে হেরে দুই ম্যাচের সিরিজ়ে ১-০ পিছিয়ে পড়েছে ভারতীয় দল। ৩ জানুয়ারিতে থেকে সফরের অন্তিম ম্যাচে (IND vs SA 2nd Test) সিরিজ়ে সমতা ফেরানোর আশায় মাঠে নামবে টিম ইন্ডিয়া। অপরদিকে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ভারতকে হোয়াইটওয়াশ করা। কিন্তু দ্বিতীয় টেস্টের আগেই প্রোটিয়া শিবিরে এসে পৌঁছল দুঃসংবাদ। ছিটকে গেলেন গেরাল্ড কোয়েৎজে।

প্রসঙ্গত, প্রথম টেস্টে ভারত লজ্জাজনক হারের সম্মুখীন তো হয়েইছে, পাশাপাশি আইসিসির শাস্তির মুখেও পড়তে হয়েছে টিম ইন্ডিয়াকে। দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে লজ্জাজনক হারেই ভারতীয় শিবিরের যন্ত্রণা শেষ হয়ে যাচ্ছে না। বরং তা আরও বাড়িয়ে দিল আইসিসি-র (ICC ) এক সিদ্ধান্ত। সেঞ্চুরিয়ন টেস্টে স্লো ওভার রেটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট টেবিলে ভারতের ২ পয়েন্ট কেটে নেওয়া হল। পরপর দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ভারতের কাছে যা বড় ধাক্কা।