RSS Mohan Bhagwat: আরএসএস প্রধান মোহন ভাগবত এলেন কলকাতায়, উপেন বিশ্বাসের সঙ্গেও কথা

দুদিনের সফরে কলকাতায় এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শনিবার দুপুরে তিনি কলকাতা বিমানবন্দরে নামেন বলে খবর। তাঁকে ঘিরে নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। কলকাতায় একাধিক বিশিষ্টজনের সঙ্গে তিনি দেখা করবেন বলে খবর। সূত্রের খবর, সিবিআইয়ের প্রাক্তন যুগ্ম অধিকর্তা তথা তৃণমূল সরকারের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের সঙ্গে শনিবার মোহন ভাগবতের দেখা হয়েছে বলে খবর। একাধিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে।

এনিয়ে সংবাদমাধ্যমে উপেন বিশ্বাস জানিয়েছেন, একেবারে আধ্যাত্মবাদ সম্পর্কিত বিষয়ে আলোচনা। দুর্নীতি বা সেই সম্পর্কিত কোনও ব্যাপার নিয়ে আলোচনা হয়নি। তবে আমি ভেবেছিলাম খুব গম্ভীর কেউ হবেন। কিন্তু তেমনটা নয়। বেশ উচ্ছল ধরনের। 

এদিকে অভিনেতা ভিক্টর বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে বলে খবর। তপসিয়াতে বিজেপি নেতা কল্যাণ চৌবের ফ্ল্যাটে আরএসএস প্রধান গিয়েছিলেন বলে খবর। সম্প্রতি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কন্ঠে গীতাপাঠের আসর বসেছিল। সেখানকার উদ্যোক্তাদের সঙ্গেও আরএসএস প্রধানের কথা হতে পারে বলে খবর। 

তবে রবিবারই তিনি কলকাতা থেকে ফিরে যেতে পারেন। এদিকে আরএসএস প্রধানের কলকাতা সফর নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন, একজন প্রবীন মানুষ কলকাতায় এসেছেন। তা নিয়ে আমাদের বলার কিছু নেই।

এদিকে একাধিক ক্রীড়াবিদও আরএসএস প্রধানের সঙ্গে দেখা করেছেন বলে খবর। উপেন বিশ্বাসের সঙ্গে মোহন ভাগবতের সৌজন্য সাক্ষাৎকার যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাতে তিনি নিউটাউনে থাকবেন বলে খবর। শহরের একাধিক বিশিষ্টজনের সঙ্গে তিনি দেখা করছেন। 

কল্যাণ চৌবে বলেন, প্রতিবছর রাজ্যে দুবার করে আসেন মোহন ভাগবত।নির্দিষ্ট মানুষদের সঙ্গে কথা বলেন। অনেক সময় সঙ্ঘের কার্যকলাপকে অনেক সময় কালিমালিপ্ত করা হয়। সাধারণ মানুষ সঙ্ঘের কার্যকলাপ নিজেদের চোখে না দেখলে নানা ভ্রান্ত ধারণা করেন। ২০১৭ সালে প্রণব মুখোপাধ্য়ায়ও দেখেছিলেন সঙ্ঘের কার্যকলাপ। আরএসএস শৃঙ্খলা শেখায়। ক্রীড়াবিদরা ছিলেন। তাঁরা দেখা করেছেন সংঘ প্রধানের সঙ্গে। মহিলা খেলোয়াড়দের সঙ্গে কথা হয়েছে। খেলা নিয়ে আলোচনা হয়েছে। রাজনীতি নিয়ে আলোচনা হল।