Sana Ganguly Gets Permanent Job At A UK Based Company, Sourav Ganguly Shares Details ABP Live Exclusive

সন্দীপ সরকার, কলকাতা: বড়দিনের (Christmas) রেশ এখনও মিলিয়ে যায়নি। সঙ্গে রয়েছে বর্ষবরণের আবহ। নববর্ষকে (New Year 2024) স্বাগত জানাতে তৈরি গোটা বিশ্ব। শহর কলকাতাও সেজেছে আলোর মালায়। রাস্তায় রাস্তায় রঙিন আলোর রোশনাই। জমিয়ে খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া চলছে।

আর উৎসবের আবহেই সুখবর দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক জানালেন, নতুন চাকরি পেয়েছেন কন্যা সানা (Sana Ganguly)। যা নিয়ে গর্বের শেষ নেই কিংবদন্তি ক্রিকেটারের।

উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন সানা। স্নাতক স্তরে সেখানেই পড়াশোনা করেন। ইউসিএলে অর্থনীতি নিয়ে স্নাতক হয়েছেন সানা। মাস কয়েক আগে তাঁর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে বিলেতে গিয়েছিলেন সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়ও। পরে এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছিলেন, চাকরিতে যোগ দিয়েছেন সানা। বলেছিলেন, ‘বিশ্বাসই হচ্ছে না যে সানা চাকরি করছে!’

সৌরভ জানিয়েছিলেন, লন্ডনেই একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থায় ইন্টার্নশিপ করছিলেন সানা। যে কারণে পুজোর সময় কলকাতায় আসা হয়নি। সৌরভ-ডোনার কন্যার জন্মদিনও কেটেছিল প্রবাসেই। সৌরভ মেয়ের জন্য উপহার পাঠিয়ে দিয়েছিলেন।

তবে ইন্টার্নশিপ নয়, এবার স্থায়ী চাকরি পেলেন সানা। ইনোভারভি নামক লন্ডনের একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থায়। ইতিমধ্যেই চাকরিতে যোগ দিয়েছেন সানা। তিনি বলেছেন, ‘ইন্ডাস্ট্রির সেরাদের সঙ্গে কাজ করতে পারব ইনোভারভি-তে। যে কারণে প্রস্তাব পেয়েই আর দ্বিধা করতে হয়নি। কেরিয়ারের শুরুতেই এরকম একটা সংস্থায় যোগ দিতে পেরে আমি উচ্ছ্বসিত। দশ লক্ষের মধ্যে একজন হয়তো এই সুযোগ পান।’

সানা জানিয়েছেন, ইন্টার্নশিপ করার সময়ই তাঁর সঙ্গে এই সংস্থার কর্ণধারদের আলাপ হয়েছিল। সানা বলেছেন, ‘ইন্টার্নশিপ চলাকালীন এই সংস্থার প্রথম সারির কর্তাদের সঙ্গে আলাপ হয়েছিল। তাঁদেরকেই কেরিয়ারের মেন্টর হিসাবে পাওয়ার সুযোগ হারাতে চাইনি।’ ইনোভারভিও সানাকে নিজেদের কর্মী হিসাবে পেয়ে আপ্লুত। একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, সানার মতো প্রতিভাবান কাউকে পাকাপাকিভাবে পরামর্শদাতা হিসাবে পেয়ে তারা খুশি। কেরিয়ার শুরুর জন্য সানা যে তাদের সংস্থাকে বেছে নিয়েছে, তার জন্য আনন্দিত ইনোভারভি।

সৌরভ বলছেন, ‘সানাকে নতুন ভূমিকার জন্য অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ। ওকে এভাবে উন্নতি করতে দেখাটা অসাধারণ এক অনুভূতি। আরও উন্নতি করতে থাকুক সানা, এই প্রার্থনাই করি।’

আরও পড়ুন: ফুটবল ছেড়ে চাষ শুরু করেছিলেন বাবা, অপূর্ণ স্বপ্নপূরণের লক্ষ্যে দৌড় মেসি-ভক্ত ষোড়শীর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে