Suvendu Adhikari: ফাইল তৈরি করুন, সংখ্যালঘু এলাকায় কীভাবে TMCকে টাইট দিয়ে জয় পাবেন? কৌশল শেখালেন শুভেন্দু

বিজেপি নাকি মেরুকরণের চেষ্টা করে। হিন্দু ভোটকে এককাট্টা করে জিততে চায়। এমন অভিযোগে বিজেপিকে বারে বারে বিঁধেছে ঘাসফুল শিবির। কিন্তু শুধু হিন্দু ভোট দিয়ে কি জয় হাসিল করা সম্ভব? সংখ্যালঘু এলাকায় কীভাবে বিজেপি প্রার্থীরা জয় বের করে আনবেন তারই কৌশল বাতলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিকে বসিরহাটের বহু বুথ রয়েছে সংখ্য়ালঘু অধ্যুষিত। সেখানে বিজেপি দাঁত ফোটাতে পারে না। কিন্তু সেই বুথগুলিতে কীভাবে বিজেপি ভালো ফল করবে সেই প্রশ্ন ঘুরছে দলের নেতা কর্মীদের মধ্য়েও। এনিয়ে শুভেন্দু অধিকারী বলেন, নন্দীগ্রামের মতো আসন থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে হারিয়ে দিয়েছি। সেটাও সংখ্য়ালঘু অধ্য়ুষিত। সেক্ষেত্রে বসিরহাটের মতো আসনেও ভালো ফল করা সম্ভব বলে আশাবাদী শুভেন্দু।

তবে শুভেন্দু যাই বলুন, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কীভাবে বিজেপি বেশি ভোট পাবে সেই চিন্তাটা অবশ্য গেরুয়া শিবিরের নতুন কিছু নয়। তাছাড়া শুভেন্দুর আশ্বাসের পরেও পুরোপুরি টেনশনমুক্ত হতে পারছেন না অনেকেই।

শনিবার বসিরহাটে বুথ সভাপতিদের নিয়ে সভা করেন শুভেন্দু অধিকারী। সেখানেই শুভেন্দু অধিকারী দলীয় নেতাদের নির্দেশ দেন, আমায় একটা ফাইল তৈরি করে দেবেন। কিন্তু কী থাকবে সেই ফাইলে?

সূত্রের খবর, মূলত ভোটের পরিসংখ্য়ান সংক্রান্ত একটি ফাইল তৈরির কথা জানিয়েছেন শুভেন্দু। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে তৃণমূল কোন আসনগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল, ২০১৯ সালের লোকসভা ভোটে কোথায় ৯০ শতাংশ ভোট তৃণমূল পেয়েছিল পরবর্তী সময়ে যে বিধানসভা ভোট হয়েছে ও পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেখানে কোন জায়গাগুলিতে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, বিজেপির কর্মীদের ধারে কাছে ঘেঁষতে দেয়নি তারই তালিকা তৈরির জন্য় তিনি নির্দেশ দেন। 

শুভেন্দু জানিয়েছেন, এখানে ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হবে। সেটাই দরকার তো! সেই ব্যবস্থার জন্য কী করতে হয় সেটা আমরা জানি। সেই সঙ্গেই যেসমস্ত জায়গায় বিজেপি শক্তিশালী সেখানে এখন থেকেই দেওয়ালে পদ্ম চিহ্ন আঁকার ব্যাাপারেও পরামর্শ দেন তিনি।