ঘন কুয়াশায় ৫ ঘণ্টা বন্ধ ছিল ফেরি চলাচল, মাঝ নদীতে আটকেছে দুটি

ঘন কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও  মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এদিকে ঘন কুয়াশায় মাঝ নদীতে দুটি ফেরি (বরকত ও কবরী) আটকে পড়ায় শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার ঘনত্ব কমে এলে রবিবার সকাল ৮টা ৪০ মিনিটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোটবড় ১৬টি ফেরি চলাচল করে। গতকাল রাত ১টার পর থেকে কুয়াশা বাড়তে থাকলে পদ্মায় চলাচলরত ফেরি ও লঞ্চ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। রাত সাড়ে ৩টার পর বরকত ও কবরী ফেরি দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। এরপর মাঝনদীতে পৌঁছে ঘন কুয়াশার কারণে দিক হারিয়ে ফেললে মাঝ নদীতে ফেরিটি নোঙর করতে বাধ্য হয়। এরপর থেকে থেকে দুর্ঘটনা এড়াতে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ঘন কুয়াশায় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে আটকে পড়ে যাত্রীবাহী বাসসহ শতাধিক যানবাহন। তীব্র শীতে ও হালকা বাতাস এসব যানবাহনের যাত্রী ও চালক গাড়িতেই ভোগান্তি পোহান।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার তীব্রতা বেড়ে গেলে রাত ৩টা ৪০ মিনিট থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কুয়াশা কেটে গেলে রবিবার সকাল ৮টা ৪০ মিনিটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এ নৌপথে ছোট-বড় ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।