AI ভয়েসের সাহায্যে ভাইয়ের কণ্ঠস্বর নকল, মহিলার ৫.৭ লক্ষ টাকা প্রতারণা

প্রযুক্তি যতই উন্নত হচ্ছে সাইবার প্রতারণার ধরণ বদলাচ্ছে প্রতারকরা। বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস বিক্রি বা পরিষেবা দেওয়ার নামে সাইবার প্রতারণার অভিযোগ সামনে এসেছে। আর এবার একেবারে নতুন পদ্ধতিতে সাইবার প্রতারণার অভিযোগ সামনে আসছে। সেক্ষেত্রে এইআই পদ্ধতিতে নিকট আত্মীয় বা বন্ধুদের গলার আওয়াজ নকল করে প্রতারণা করছে সাইবার প্রতারকরা। ছত্তিশগড়ের মাগারপাট্টা শহরে ঠিক এই ধরনের প্রতারণা ঘটেছে। এক মহিলা সাইবার প্রতারকদের জালে পা দিয়ে খোয়ালেন ৫.৭ লক্ষ টাকা। প্রতারকরা মহিলার ভাইয়ের গলা নকল করে মায়ের অসুস্থতার নামে এই টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ।

আরও পড়ুন: সাইবার প্রতারকদের ফাঁদে পা দিয়ে টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি

ছত্তিশগড়ের ওই মহিলা কাজের জন্য শহরে চলে গিয়েছিলেন। তিনি পুনে সাইবার পুলিশকে প্রতারণার কথা জানিয়েছেন এবং যাচাইয়ের পর মামলাটি এফআইআর নথিভুক্ত করার জন্য শুক্রবার হাদপসার পুলিশের কাছে পাঠানো হয়। ওই মহিলা জানান, তাঁর মোবাইলে একটি ফোন আসে। একটি অ্যাপে তার ভাইয়ের নাম ভেসে ওঠে। ফোন ধরার পর যার সঙ্গে কথা হয়েছিল তার গলার স্বর ছিল ভাইয়ের মতোই। ফলে সে ক্ষেত্রে সন্দেহের কোনও জায়গায় ছিল না। ফোনে তাকে জানানো হয়, মায়ের শারীরিক অবস্থা খারাপ হওয়ার জন্য আচমকা একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর জন্য অর্থের প্রয়োজন।

এরপর ফোনের ওপারে থাকা প্রতারক মহিলার কাছে ১ লক্ষ টাকা চেয়ে পাঠায়। তখন ওই মহিলা তাকে অ্যাকাউন্ট নম্বর দিতে বলেন। কিন্তু, ওই ব্যক্তি জানায় তার অ্যাকাউন্টে সর্বোচ্চ সীমা শেষ হয়ে গিয়েছে। তখন অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলে প্রতারক। টাকা কেটে নেওয়ার পর মহিলা নম্বরটিতে ফোন করে মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান। তখন ওই ব্যক্তি মহিলাকে জানিয়ে দেয়, তাকে হাসপাতাল থেকে ফোন করা হবে। এখনও তার মা অসুস্থ রয়েছেন। তার কিছুক্ষণ পরেই হাসপাতালের কর্মী পরিচয় দিয়ে ওই ব্যক্তিকে ফোন করেন এক মহিলা। তিনি।তাকে জানান, তার মায়ের অস্ত্রোপচারের জন্য ৫.৭ লক্ষ টাকা প্রয়োজন। এরপর ওই মহিলা পরিচিত এবং বন্ধুবান্ধবদের কাছ থেকে টাকা ধার করে ওই অ্যাকাউন্ট নম্বরে ৫.৭ লক্ষ টাকা পাঠিয়ে দেন। কিন্তু এরপরেই ভুল ভেঙে যায় মহিলার। তিনি ভাইয়ের আসল মোবাইল নম্বরে ফোন করেন। সেখানে তিনি জানতে পারেন এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। পরে থানায় অভিযোগ জানান ওই মহিলা। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। খোঁজ করছে পুলিশ।