Fake Noodles from Nepal: খুব সাবধান! নেপাল থেকে আসছে জাল নুডলস, খেলেই পেটের দফারফা

এর আগে তো নকল ডিম, নকল চালের কথা শুনেছেন। এগুলি সত্যতা কতটা তানিয়ে বিতর্কও রয়েছে। তবে এবার নেপালের নকল নুডলস ভারতে আসছে বলে অভিযোগ উঠেছে। এনিয়ে ব্যপক উদ্বেগ ছড়িয়েছে। অনেকে আবার নেপালে তৈরি নুডলস ভালোবাসেন। কিন্তু এই নকল নুডলস আপনার স্বাস্থ্য়ের পক্ষে বিপজ্জনক হতে পারে। নেপাল থেকে জাল ম্যাগি নিয়ে আসা হচ্ছিল বলে অভিযোগ। এরপর পাটনা হাইকোর্ট সেই কোম্পানিকে ভারতে নিষিদ্ধ করে দেয়। তারপরই নকল নুডলস নিয়ে উদ্বেগ ছড়িয়েছে।

এদিকে ভারত-নেপাল সীমান্ত এলাকায় নেপালের নুডলসের খুব চাহিদা। তবে ভারতের বিভিন্ন শহরেও চলে আসে এই নেপালি নুডলস। ছোট হোটেল, ধাবাতে এই নেপালি নুডলস ব্যবহারের একটা চল রয়েছে। লাইভ হিন্দুস্তান সূত্রে খবর, নেপালের সিনিয়র মোহন সিং জানিয়েছেন, ঝুলাঘাট থেকে ধরচুলা পর্যন্ত এলাকায় ভারতীয়রা রোজ প্রায় ৫০ বাক্স করে নেপালি নুডলস কিনে আনেন।

এদিকে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই নুডলস খাওয়ার পরে ইতিমধ্য়েই ভারতীয়দের একাংশের স্বাস্থ্য হানির নানা ঘটনা হচ্ছে বলে খবর।

কয়েকজন হাসপাতালেও ভর্তি হয়েছেন। মাস ছয়েক আগে নেপাল থেকে এই ধরনের জাল নুডলস আসছিল বলে খবর। এরপর সেই মামলা যায় পাটনা হাইকোর্টে। এদিকে আদালত সেই কোম্পানিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। 

ঝুলাঘাট হাসপাতালের ইন চার্জ ডাঃ দিব্যা নাথ জানিয়েছেন, ভুয়ো নুডলস খেলে স্বাস্থ্যে সমস্যা হতে পারে। পেটে যন্ত্রণা হতে পারে।

এই ধরনের নুডলস খাওয়া থেকে বিরত না থাকলে পেটের মারাত্মক সমস্যা হতে পারে। সেকারণে চিকিৎসকরাও এনিয়ে সতর্ক করছেন। সেক্ষেত্রে জেনে বুঝে না খেতে পারলেই বিরাট সমস্যা হতে পারে। এগুলি অত্যন্ত নিম্নমানের। সেক্ষেত্রে এই ধরনের নেপালি নুডলস থেকে সাবধান হওয়াটা দরকার।