Fire in Factory kills many: বছর শেষে মর্মান্তিক ঘটনা, কারখানায় আগুন লেগে মৃত্যু ৬ শ্রমিকের

বছর শেষে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল দেশ। কারখানায় আগুন লেগে মৃত্যু হল ৬ শ্রমিকের। রবিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগরে। জানা গিয়েছে, একটি হ্যান্ড গ্লাভস প্রস্তুতকারী সংস্থার কারখানায় আগুন লেগেছিল। সংস্থাটির নাম সানশাইন এন্টারপ্রাইজ। ওয়ালুজ এমআইডিসি এলাকায় অবস্থিত ওই সংস্থার কারখানা। রিপোর্ট অনুযায়ী, সংস্থার কারখানায় ২০ থেকে ২৫ জন শ্রমিক কাজ করতেন। গতরাতে নাইটশিফটের কাজ শেষে ১০ জন শ্রমিক কারখানাতেই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে কারখানায় যখন আগুন লাগে, তখন তাঁরা ঘুমিয়ে। ঘুমন্ত শ্রমিকদের কেউ কেউ গরম অনুভব করে জেগে ওঠেন। তাঁরা দেখেন কারখানায় আগুন লেগেছে। বাকিদের জাগানো হয়। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই আবহে কিছু শ্রমিক বেরিয়ে আসতে সক্ষম হলেও ৬ জন আটকে পড়েন ভিতরেই। এর জেরে দম বন্ধ হয়ে আগুনে ঝলসে মারা যান তাঁরা। (আরও পড়ুন: অভিমান? দলীয় নেতৃত্বের একাংশের ওপরই ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়, দাবি রিপোর্টে)

আরও পড়ুন: ৫০০ কিমি যেতে ভাড়া মাত্র ১৮৪ টাকা! অমৃত ভারতের টিকিট ছাড়তেই তা ‘ওয়েটিংয়ে’

ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা প্রসঙ্গে এক দমকল আধিকারিক বলেন, ‘রাত ২টো ১৫ মিনিট নাগাদ আমরা ফোন পেয়ে ঘটনাস্থলে আসি। ততক্ষণে পুরো কারখানার ভিতরে আগুন ধরে গিয়েছে। ভিতরে ৬ জন আটকে আছে বলে স্থানীয়রা জানান। পরে সেই ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।’ আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে ৪ ঘণ্টারও বেশি সময় লাগে। এদিকে এই ঘটনায় অগ্নিদ্বগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন শ্রমিক। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাত ১০টা নাগাদই কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। ১০-১৫ জন শ্রমিক কারখানা চত্বরে ঘুমোচ্ছিল। হঠাৎই আগুন লেগে যায়। ভিতরে আটকে পড়েন শ্রমিকরা। এরপর স্থানীয় বাসিন্দারাই কারখানা থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া দেখতে পেয়ে দমকলে খবর দেন। একজন প্রত্যক্ষদর্শী জানান, মৃতরা বিহারের বাসিন্দা। মৃতদের কারও কারও নাম জানা গিয়েছে। তাঁরা হলেন – ভল্লা শেখ, কাউসার শেখ, ইকবাল শেখ, মাগারুফ শেখ। এদিকে এখনও আগুন লাগার কারণ নিশ্চিত ভাবে জানা যায়নি।