IND vs SA: ''সুন্দর, দৃষ্টিনন্দন ব্যাটার..'' রাহুলের প্রশংসায় তাঁর দলের অজি কোচ

<p style="text-align: justify;"><strong>কেপটাউন:</strong> সেঞ্চুরিয়ন টেস্টে কঠিন সময়ে লড়াই করে শতরান হাঁকিয়েছিলেন। সুনীল গাওস্করের (Sunil Gavaskar) মত কিংবদন্তি জানিয়েছিলেন যে কে এল রাহুলের ইনিংস ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা দশে থাকবে। এবার কর্ণাটকী ডানহাতি ব্য়াটারের প্রশংসায় পঞ্চমুখ হলেন তাঁর <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a> দল লখনউ সুপারজায়ান্ট দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার। রাহুলকে সুন্দর, দর্শনীয় ব্যাটর মানছেন প্রাক্তন অজি কোচ। আসন্ন আইপিএলে লখনউ সুপারজায়ান্টসের হেডকোচ হিসেবে দেখা যাবে ল্যাঙ্গারকে। অন্য়দিকে এলএসজির অধিনায়ক কে এল রাহুল। এক সাক্ষাৎকারে ল্য়াঙ্গার বলেন, ”যখন অস্ট্রেলিয়ার কোচ ছিলাম। তখন ভারতের সঙ্গে সিরিজের সময় বিরাট ও রাহুল ক্রিজে থাকা পর্যন্ত বেশ চাপে থাকতাম। রাহুল ভয়ঙ্কর ব্যাটার। দারুণ শট খেলার ক্ষমতা রাখে ও। সুন্দর, দৃষ্টিনন্দন ব্যাটার।”</p>
<p style="text-align: justify;">স্পিন ও পেস দুইয়ের বিরুদ্ধেই সাবলীল কে এল, এমনটাই মনে করেন প্রাক্তন অজি তারকা। তিনি বলেন, "মাঠের যে কোনও ধারে শট খেলার ক্ষমতা রাখে রাহুল। ও অভিজ্ঞ ক্রিকেটার ভীষণ। স্পিন ও পেস দুইয়ের বিরুদ্ধেই সাবলীলভাবে খেলতে পারে। আমি ভাগ্যবান যে লখনউ সুপারজায়ান্টসের কোচ হিসেবে ওর মত একজনকে অধিনায়ক হিসেবে পাচ্ছি।”</p>
<p style="text-align: justify;">উল্লেখ্য়,&nbsp;সেনা দেশে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজ়িল্যান্ড, অস্ট্রেলিয়া) ভারত নিজেদের শেষ চার টেস্ট ম্যাচেই পরাজিত হয়েছে। এর জেরেই রোহিতকে প্রবল সমালোচনায় বিদ্ধ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এস ব্রদিনাথ (S Badrinath)। তাঁর মতে রোহিতের থেকে বিরাট কোহলি (iN) ব্যাটার হিসাবে বেশি ভাল এবং তাঁরই ভারতীয় টেস্ট দলকে নেতৃত্ব দেওয়া উচিত।</p>
<p>বদ্রিনাথ সম্প্রতি বলেন, ‘টেস্ট অধিনায়ক হিসাবে কোহলির রেকর্ড তো দুর্দান্ত। অধিনায়ক হিসাবে ৫২-র গড়ে কোহলি পাঁচ হাজার রান করেছে। কোহলির নেতৃত্বে ভারত ৬৮টি টেস্টের ৪০টিতে জিতেছে ১৭টি হেরেছে। ওর নেতৃত্বেই তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা দুরন্ত সিরিজ় জয় পাই। ও গ্রেম স্মিথ, স্টিভ ওয়া এবং রিকি পন্টিংয়ে পর সফলতম টেস্ট অধিনায়ক।'</p>
<p>বদ্রিনাথ আরও যোগ করেন, ‘ও কেন এখন টেস্ট দলকে নেতৃত্ব দিচ্ছে না? আমি এই যথার্থ প্রশ্নটা তুলতে চাই। রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটিংয়ের কোনও তুলনাই হয়না। ও (<a title="কোহলি" href="https://bengali.abplive.com/topic/virat-kohli" data-type="interlinkingkeywords">কোহলি</a>) টেস্ট ব্যাটার হিসাবে অনেক ভাল। বিশ্বের সবপ্রান্তে লাল বলের ক্রিকেটে ও রান করেছে। ওর থেকে দুর্বল একজন কেন দলকে নেতৃত্ব দিচ্ছে? টেস্ট ওপেনার হিসাবে ও তো এখনও নিজেকে প্রমাণিত করতে পারেনি। দেশের বাইরে তো টেস্টে তেমন রানও পায়নি।'</p>