Kolkata Metro: বছর শেষের রাতে কি স্পেশাল মেট্রো চলবে? পার্টিতে যাওয়ার আগে জেনে নিন

বছর শেষের রাত। গোটা শহর মেতে ওঠে পার্টির আনন্দে। রাত পর্যন্ত পার্টি চলে। আনন্দের ফোয়ারা। কিন্তু রাত পর্যন্ত পার্টি করে বাড়ি ফেরা নিয়ে একটা চাপ থেকেই যায়।

অনেকেই ভাবেন হয়তো মেট্রো চেপে বাড়ি ফেরা যাবে। গভীর রাতে মেট্রো থাকলে বাড়ি ফিরতে সুবিধা হত। কিন্তু সংবাদমাধ্যমের খবর বলছে, বছর শেষে 31শে ডিসেম্বরের রাতে স্পেশাল মেট্রোর কোনও ব্যাপার নেই। নতুন বছরের প্রথম দিন, ১লা জানুয়ারিতেও স্পেশাল মেট্রোর কোনও ব্যাপার থাকছে না। সেক্ষেত্রে গভীর রাত পর্যন্ত পার্টি করে হয়তো ভাবলেন মেট্রো চেপে বাড়ি ফিরবেন সেটা হবে না। আপনাকে অন্য় ভাবেই বাড়ি ফিরতে হবে।

নিজের গাড়ি থাকলে সমস্য়ার কোনও ব্যাপার নেই। কিন্তু গভীর রাত পর্যন্ত মেট্রো পরিষেবা থাকছে না। মানে অন্য়ান্যদিন যেমন মেট্রো চলে, বছর শেষে ও বছরের প্রথম দিনেও তেমনি মেট্রো চলবে। অন্য কিছু হবে না।

তবে সাধারণত পুজোর দিনগুলোতে, উৎসবের দিনগুলিতে অতিরিক্ত মেট্রো চালানো হয়। এতে প্রচুর মানুষ উপকৃত হন। সেই সময় মেট্রোতে একেবারে তিলধারণের জায়গা থাকে না। দুর্গাপুজোর সময় গভীর রাত পর্যন্ত মেট্রোতে চেপে ঠাকুর দেখেন সাধারণ মানুষ। বাড়ি ফেরার ক্ষেত্রে বড় কোনও সমস্যা হয় না। তবে এবার বছর শেষে মেট্রোর স্পেশাল সার্ভিস থাকছে না। নতুন বছরের প্রথম দিনেও মেট্রোর স্পেশাল সার্ভিস থাকছে না বলেই একাধিক সংবাদমাধ্য়ম সূত্রে জানা গিয়েছে। সেক্ষেত্রে হয় আগে বাড়ি ফিরতে হবে। নয়তো বাড়ি ফেরার মতো ব্যবস্থা আপনাকে আগে থেকে করে রাখতে হবে। তবে অ্যাপ নির্ভর একাধিক গাড়ি রয়েছে। সেই গাড়িতে আপনি বাড়ি ফিরতে পারেন। কোনও চাপের ব্যাপার নেই।

তবে ৩১শে ডিসেম্বরের রাতে আদৌ রাত পর্যন্ত মেট্রো চলবে কি না, শেষ মেট্রো কটা পর্যন্ত চলবে সেটা আগাম জেনে নেওয়াটা অত্যন্ত দরকার।