Rishabh Pant Will Have Box Office Return After Injury Hopes Nasser Hussain

নয়াদিল্লি: ঠিক বছর খানেক আগেই এক ঘটনা গোটা ক্রিকেটবিশ্বে শোরগোল ফেলে দিয়েছিল। বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতের (Team India) তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। তারপর থেকে এখনও পর্যন্ত প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেননি পন্থ। তবে জোরকদমে চলছে তাঁর রিহ্যাব। আসন্ন ২০২৪ সালেই তাঁকে ফের একবার মাঠে খেলতে দেখা যাবে বলে সকলেই আশাবাদী।

পন্থের আগ্রাসী ব্যাটিংয়ের ভক্ত গোটা বিশ্বজুড়েই রয়েছে। তাঁদের মধ্যে অন্যতম হলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। তিনি আশাবাদী যে পন্থ আসন্ন বছরে দুরন্তভাবে প্রত্যাবর্তন ঘটাবেন। হুসেন বলেন, ‘দুর্ঘটনাটা ভয়াবহ ছিল। গোটা বিশ্বকে চিন্তায় ফেলে দিয়েছিল ওটা এবং তারপর থেকে ও খুব ধীরে ধীরেই সেরে উঠছে। সোশ্যাল মিডিয়ায় ওর ওই দুর্ঘটনার পর প্রথম কয়েক পা হাঁটা থেকে জিম সেশন এবং তারপর রিকি পন্টিংয়ের সঙ্গে ওর ছবিগুলি সবই রয়েছে। পন্টিং আমায় ওর সেরে ওঠার বিষয়ে আপডেট দিচ্ছিল। ও নিঃসন্দেহে একজন বক্স অফিস ক্রিকেটার।’

হুসেনের মতে ভারত পন্থকে ছাড়া ভাল খেললেও, তবে পন্থ ফিরলে তাঁর থেকে ফের একবার দারুণ ক্রিকেট দেখা যাবে। ‘ভারতীয় দল ওকে ছাড়াও বেশ ভালই পারফর্ম করেছে। কেএল ওর অনুপস্থিতিতে দারুণ খেলেছে। ওরা দুইজনেই ভাল খেলবে। এমন দুইজন ক্রিকেটার এক দলে থাকায় ভারত সৌভাগ্যবান। তবে চোট লাগার আগে পন্থ বক্স অফিস ছিল। আশা করছি এরপরেও ও এমনই থাকবে।’ ভবিষ্যদ্বাণী হুসেনের।

ভারতীয় দলের উদ্বেগ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় (Indian Cricket Team) ব্য়াটিং লাইন আপ। ইনিংসে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এই হারের ফলে রামধনুর দেশে প্রথমবার টেস্ট সিরিজ় জয়ের আশা এবারও অধরাই থেকে গেল ভারতীয় দলের। তবে দুই ম্যাচের লাল বলের সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ (IND vs SA 2nd Testr) জিতে অন্তত ড্রয়ের সুযোগ রয়েছে। সেই ম্যাচের জন্য জোরকদমে প্রস্তুতিও চালাচ্ছে ভারতীয় দল। আর সেই প্রস্তুতি চলাকালীনই ঘটল বিপদ।

শার্দুল ঠাকুর (Shardul Thakur) শনিবার, ৩০ ডিসেম্বর ভারতীয় দলের অনুশীলনে বাঁ-কাঁধে চোট পান। তাঁকে কাঁধে আইস ব্যাগ দিয়েও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারকা অলরাউন্ডারের এই চোট স্বভাবতই ভারতীয় সমর্থকদের মধ্যে উদ্বেগের সঞ্চার করছে। অবশ্য রিপোর্ট অনুযায়ী শার্দুলের চোট খুব একটা গুরুতর নয়। দলের সঙ্গে যুক্ত এক সূত্র জানান শার্দুল ঠিক আছেন। শোনা যাচ্ছে ভারতীয় দলের মেডিক্যাল স্টাফরা এই চোট নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন এবং চোট সারানোর জন্য তাঁরা শার্দুলের আলাদা কোনও চিকিৎসাও করছেন না। এমনকী শার্দুলকে স্ক্যানেও পাঠানো হয়নি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: কোহলি থাকতেও, কেন দলকে নেতৃত্ব দিচ্ছেন ‘দুর্বল’ রোহিত? বিস্ফোরক ভারতীয় প্রাক্তনী