Shubman Gill Shares Handwritten ‘2023 New Year Resolution’, Says ‘The Year Has Been Full Of Experiences’ Get To Know

মুম্বই: নতুন বছরের শুরুতে নতুন নতুন লক্ষ্য স্থির করে থাকে সবাই। তালিকায় রয়েছেন শুভমন গিলও। ২০২৩ এ পা রেখে নতুন লক্ষ্য নিজের জন্য স্থির করেছিলেন। আইপিএলে সর্বাধিক শতরান হাঁকিয়েছেন। সাদা বলের ফর্ম্যাটে সবচেয়ে বেশি রান করেছেন। কিন্তু বিশ্বকাপ না জেতার মত আক্ষেপও রয়েছে তার মধ্যে। তবে বছরের শেষ দিনে রবিবার গিল নিজের ইনস্টাগ্রামে একটি পাতায় লেখা পোস্ট করেছেন। সেখানে পাঁচটি লক্ষ্যের কথা লেখা রয়েছে। 

নিজের লক্ষ্যগুলো লিখেছেন গিল

১) ভারতের হয়ে সবচেয়ে বেশি শতরান

২) পরিবারকে খুশি রাখা

৩) নিজের সেরাটা দেওয়া এবং নিজেকে বেশি চাপে না ফেলা

৪) বিশ্বকাপ জয়

৫) আইপিএলে কমলা টুপি। 

 


নিজের ক্যাপশনে গিল লিখেছেন, ”ঠিক এক বছর আগেই নিজেই এই লক্ষ্যগুলো ঠিক করেছিলাম। ২০২৩ শেষ হতে চলেছে। অনেক অভিজ্ঞতা হয়েছে, দারুণ মজা করেছি, আবার অনেক শিক্ষাও পেয়েছি। বছরটা পরিকল্পনা মতো শেষ হল না বটে। কিন্তু আমরা লক্ষ্যের একেবারে কাছাকাছি এসে গিয়েছিলাম। নিজেদের সেরাটা দিয়েছিলাম। আগামী বছর নতুন চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে আসতে চলেছে। আশা করি ২০২৪ সালে নিজেদের লক্ষ্যের আরও কাছে পৌঁছতে পারব। আশা করি আপনারাও যাই করবেন তাতে ভালবাসা, আনন্দ এবং শক্তি পাবেন।”

 

এদিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় (Indian Cricket Team) ব্য়াটিং লাইন আপ। ইনিংসে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এই হারের ফলে রামধনুর দেশে প্রথমবার টেস্ট সিরিজ় জয়ের আশা এবারও অধরাই থেকে গেল ভারতীয় দলের। তবে দুই ম্যাচের লাল বলের সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ জিতে অন্তত ড্রয়ের সুযোগ রয়েছে। সেই ম্যাচের জন্য জোরকদমে প্রস্তুতিও চালাচ্ছে ভারতীয় দল। আর সেই প্রস্তুতি চলাকালীনই ঘটল বিপদ।

শার্দুল ঠাকুর (Shardul Thakur) শনিবার, ৩০ ডিসেম্বর ভারতীয় দলের অনুশীলনে বাঁ-কাঁধে চোট পান। তাঁকে কাঁধে আইস ব্যাগ দিয়েও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারকা অলরাউন্ডারের এই চোট স্বভাবতই ভারতীয় সমর্থকদের মধ্যে উদ্বেগের সঞ্চার করছে। অবশ্য রিপোর্ট অনুযায়ী শার্দুলের চোট খুব একটা গুরুতর নয়। দলের সঙ্গে যুক্ত এক সূত্র জানান শার্দুল ঠিক আছেন। শোনা যাচ্ছে ভারতীয় দলের মেডিক্যাল স্টাফরা এই চোট নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন এবং চোট সারানোর জন্য তাঁরা শার্দুলের আলাদা কোনও চিকিৎসাও করছেন না। এমনকী শার্দুলকে স্ক্যানেও পাঠানো হয়নি।