Sunburn fest Controversy: স্ক্রিনে শিব ঠাকুরের ছবি, তার সামনে মত্তদের উদ্দাম নাচ! গোয়ার সানবার্ন ফেস্ট ঘিরে বিতর্ক, সরব

গোয়ায় সানবার্ন ফেস্টিভাল ঘিরে বিতর্ক তুঙ্গে। অভিযোগ রয়েছে উৎসবে হিন্দু দেবতা শিব ঠাকুরের ছবি আপত্তিজনকভাবে তুলে ধরা হয়েছে। এই অভিযোগ রয়েছে উৎসবের উদ্যোক্তাদের বিরুদ্ধে। উল্লেখ্য, চলতি বছরে গোয়ায় সানবার্ন ফেস্টিভাল ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হচ্ছে। 

গোয়ার সানবার্ন ফেস্টিভাল ঘিরে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠছে। সেখানে হিন্দু ধর্মে পূজ্য দেবতা শিবের ছবিকে আপত্তিকরভাবে তুলে ধরার অভিযোগ ছাড়াও রয়েছে আরও এক ঘটনার অভিযোগ। গোয়ার ওই উৎসব থেকে দুজন তরুণীকে আচমকা অ্যাম্বুলেন্সে কোথাও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। তবে কোন কারণে অ্যাম্বুলেন্স এসে তাঁদের আলাদা করে তুলে নিয়ে যায় তা এখনও অজানা। ‘ইলেকট্রনিক ডান্স অ্যান্ড মিউজিক’ উৎসব হিসাবে বিখ্যাত গোয়ার এই উৎসবে দেবতা শিবের ছবি ঘিরে যে আপত্তিকর ঘটনার অভিযোগ উঠছে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন আম আদমি পার্টির অমিত পালেকর। তিনি তুলে ধরেছেন উৎসবের একটি ছবি। বিজেপির প্রমোদ সাওয়ান্ত সরকার শাসিত এই রাজ্যে আম আদমি পার্টির ওই নেতা তুলে ধরেছেন একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, ওই সানবার্ন ফেস্টিভালে অনেকেই মদ্যপান করছেন, নাচছেন, তারই মাঝে স্ক্রিনে দেবতা শিবের মুখের আদলে আলোর ঝলক। যে ঘটনাকে ঘিরে বিতর্ক তৈরি হচ্ছে। আম আদমি পার্টির ওই নেতার দাবি এই ফেস্টিভালের এমন ব্যবস্থাপনার মধ্য দিয়ে সনাতন ধর্মকে অপমান করা হয়েছে। এদিকে, শুধু যে আম আদমি পার্টিই এই নিয়ে সরব হয়েছে, তা নয়। সঙ্গে INDI জোটে আম আদমি পার্টির আরও এক সঙ্গীও এই বিষয়ে সরব হয়েছে। কংগ্রেসও এই ইস্যুতে সরব হয়েছে। বিষয়টি নিয়ে কংগ্রেসের নেতা বিজয় ভিকে পুলিশের কাছে উদ্যোক্তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তারপরই পুলিশ এই ইস্যুতে পদক্ষেপ করেছে বলে খবর। পুলিশের তরফে তদন্ত হচ্ছে বলেও জানা গিয়েছে।

(Shah on Tehreek E Hurriyat: বিচ্ছিন্নতাবাদে মদতের অভিযোগ! গিলানির ‘তেহরিক-এ-হুরিয়ত’কে বেআইনি ঘোষণা শাহের, লাগু UAPA)

কংগ্রেস নেতার দাবি, এই অনুষ্ঠানের উদ্যোক্তারা জেনে বুঝে এমন পদক্ষেপ করেছেন। ওই অনুষ্ঠান চত্বরে অবৈধ কার্যকলাপ হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে পুলিশের কাছে। এছাড়াও ওই অনুষ্ঠান থেকে বহু দামি মোবাইল ফোন চুরির অভিযোগ রয়েছে। এমন ২৯ টি ফোন ওই উৎসব থেকে চুরি হওয়ার পর তা উদ্ধার করেছে পুলিশ।